Hoop VideoHoop Viral

Dance Video: আম্রপালী এখন অতীত, আর্সিয়াকে জড়িয়ে ধরে উদ্দাম রোমান্স খেসারি লালের

খেসারি লাল এক অন্যতম ভোজপুরী অভিনেতা। তবে শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই তার ফ্যান আছেন, এমনটা কিন্তু নয়, কারণ ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন জায়গায়। তাহলেই বোঝা যাচ্ছে, শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, ছত্রিশগড় নয়। সারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার ফ্যান। ভোজপুরী সিনেমা জগতের সুপারস্টার খেসারি লাল যাদব এর সিনেমা অথবা ভিডিও ইউটিউবে দেওয়ার পরই তার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এতটাই জনপ্রিয় এই নায়ক।

ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র নতুন গান এর ভিডিও না, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরী সিনেমা জগতের তিনি থাকলেই যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট হয়ে যায়। তার মত তারকা এই ভোজপুরী সিনেমা জগতে খুব একটা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটি গান ইউটিউবে একেবারে সুপার-ডুপার হিট তবে দেরি না করে আমাদের পেজেও দেখে ফেলুন তার অসাধারণ রোমান্টিক সং।

বর্তমানে ভোজপুরি ইন্ডাস্ট্রির মতন জনপ্রিয় ইন্ডাস্ট্রি সত্যিই আর খুঁজে পাওয়া যায় না। বাড়ির মধ্যে থেকে কিংবা কাছাকাছি জায়গা থেকে শুটিং করেই তারা কিন্তু একেবারে অনেকটা উঁচু জায়গায় সহজেই চলে গেছেন। ভোজপুরি অভিনেতাদের মধ্যে যেমন খেসারি লাল যাদব অন্যতম জনপ্রিয়, তেমনি পবন সিং, দিনেশ লাল যাদব, প্রদীপ পান্ডে আরো অনেকে রয়েছেন। তাদের প্রত্যেকের নাচ কিংবা সিনেমা একবার ইউটিউবে দেওয়ার পরে কিন্তু আর পিছন ফিরে থাকাতে হয় না, এমনকি অনেক পুরনো দিনের সিনেমার গানও কিন্তু এখনো মানুষ দেখেন।

‘Harmoniyam Honey’ গানের সাথে নাচলেন খেসারি লাল যাদব, আর্শিয়া। এই গানের সাথে গলা মিলিয়েছেন খেসারি লাল যাদব, প্রিয়াঙ্কা সিং। ভিডিওতে নায়িকাকে জড়িয়ে উদ্দাম নাচলেন খেসারি। নায়িকার দারুন শরীর দেখে নায়িকার উপরে ঝাঁপিয়ে পড়লেন আমাদের সকলের প্রিয় অভিনেতা। গানের পরতে পরতে আছে রোম্যান্টিক দৃশ্য। পাশাপাশি অসাধারণ নাচ পরিবেশন করেছেন খেসারি এবং আর্শিয়া।

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই দারুন গানের ভিডিও।’Saregama Hum Bhojpuri’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে অসাধারণ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। ১ বছরের পুরনো এই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৩৫ কোটি মানুষ। ভিডিওটি পছন্দ হয়েছে ২২ লাখ মানুষের।

Related Articles