Lifestyle: বর্ষায় নুন গলে যাওয়ার সমস্যা দূর করুন পাঁচটি উপায়ে
বর্ষাকালের নুন গলে জল যাচ্ছে? কোন চিন্তা করার কারণ নেই, সহজ পাঁচটি টিপস ফলো করলেই এই নুন গলে জল হয়ে যাবে না, তাই আর দেরি না করে আমাদের Hoophaap পাতায় দেখে ফেলুন কি সেই পাঁচটি টিপস।
১) এয়ার টাইট কনটেনার রাখতে হবে নুন। কোনোভাবেই যেন যে-পাত্রে রাখবেন সেই পাত্রের ভেতরে বাইরের বাতাস না প্রবেশ করে, তাহলে কিন্তু নুন গলে জল হয়ে যাবে।
২) ধাতব কোনো পাত্রের নুন না রাখাই ভালো, এতে নুন কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, তাই অবশ্যই ফাইবার বা কাঁচের কোন পাত্রে রাখতে পারেন।
৩) নুনের পাত্রের মধ্যে কয়েকটা চাল রেখে দিন। চাল কিন্তু বাইরে আর্দ্রতাকে টেনে নেয়, যার ফলে নুন একেবারে ঝরঝরে থাকে।
৪) নুনের পাত্রে বেশ কয়েকটা লবঙ্গ রেখে দিতে পারেন। লবঙ্গ কিন্তু বাইরের ময়েশ্চার টেনে নিতে সাহায্য করে, নুনকে সুন্দর করে রাখতে সাহায্য করে।
৫) নুনের পাত্রের মধ্যে কয়েকটা শুকনো বিস্কুট রেখে দিন, তাহলেও কিন্তু নুনের আর্দ্রতা বজায় থাকবে, নুন কখনো গলে যাবে না।
যারা নতুন ঘর করছেন বা যারা জানেন না তারা এই সমস্ত ছোট ছোট টিপস জানার জন্য অবশ্যই আমাদের পাতায় নজর রাখুন। এই রকম ছোট ছোট ঘরোয়া টোটকা আমাদের প্রতিদিনের জীবনে অনেক কাজে লাগে।