সৌমিত্র স্মরনে কুঁদঘাট ব্যানার্জি পাড়ার জগদ্ধাত্রী পুজোর এবারের থিম ‘ফেলুদা’
কয়েকদিন আগে বাংলা সিনেমা হারিয়েছে অপুকে। মানুষটা চলে গেলেও মানুষের কাজ প্রত্যেকটা মানুষের মনের মধ্যে থেকে যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় এর প্রত্যেকটি কাজকে এবার পুজো প্যান্ডেল এর মাধ্যমে তুলে ধরল কুঁদঘাট মধ্য ব্যানার্জি পাড়ার বাসিন্দারা।
সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত নানান চলচ্চিত্রে টুকরো টুকরো মুহূর্তকে তারা মন্ডপ সজ্জায় থিম হিসাবে সাজিয়ে তুলেছে। এ বছরে এখানকার পুজোও ১৭ বছরে পদার্পণ করল।
এখানকার পুজো উদ্যোক্তারা এবং শিল্পী মনে করেন, অভিনেতা শুধুমাত্র শরীরের মৃত্যুবরণ করেছেন। তার কাজ সমস্ত থেকে গেছে। আর সেই ভাবনাকেই মাথায় রেখে মন্ডপ সজ্জায় সজ্জিত হয়েছে এখানকার জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। শুধুমাত্র ছবি নয়, প্যান্ডেলের মধ্যে রাখা হয়েছে আবহসংগীত হিসাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাঠ। এই ভাবেই গোটা পাড়ার মানুষ এবং শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তাদের শিল্পের মাধ্যমে।