Hoop News

Ration Card: ভোটের পরই ভোলবদল, ফ্রি রেশন বন্ধের পথে সরকার, মাথায় হাত গ্রাহকদের

ভোটের পর শুরু হয়ে গেল ভোল বদল। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার উভয় তরফ থেকেই জানানো হলো একটা চূড়ান্ত সিদ্ধান্ত। দুই সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রেশন দেওয়া হয় দেশবাসীকে। পরিসংখ্যানের বিচারে দেখা গেছে আমাদের দেশের প্রায় ৮১ কোটিরও বেশি মানুষ রেশন কার্ডের সুবিধা পেয়ে থাকেন। তবে ইদানিং দেশ জুড়ে যে ration দুর্নীতি ধরা পড়েছে, তা রুখতে নতুন ব্যবস্থা নিতে চলেছে সরকার।

রেশন দুর্নীতির রুখতে কি পদক্ষেপ সরকারের?

যে জালিয়াতি লক্ষ্য করা যাচ্ছে, সে জালিয়াতি রুখতে পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। যার জন্য ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে রেশন কার্ড। বেশ কিছু কিছু রেশন কার্ড যার ফলে রেশন ডিলারের কাছে রেশন তুলতে গেলেই তাদের রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে। এর প্রভাব পড়েছে রেশন কার্ড হোল্ডারদের একাংশের উপরে। জানা যাচ্ছে, এক কোটি ৬৬ লক্ষরও বেশি রেশন কার্ডকে ব্লক করে দেওয়া হয়েছে।

কেন এত রেশন কার্ড বাতিল করা হচ্ছে?

২০২১ সালের মাঝামাঝি সময় থেকে গত বছর অর্থাৎ ২০২৩ সাল পর্যন্ত খাদ্য দফতরের প্রকাশিত রেশন কার্ডের তালিকায় বলা হচ্ছে, যে রেশন কার্ড বাতিল হওয়ার একমাত্র কারণ হচ্ছে KYC নিয়ে সমস্যা। সমস্ত রেশন কার্ড হোল্ডাররা KYC জমা দেননি, তাদের এই সমস্যা হচ্ছে।

রেশন কার্ডে এ -KYC কীভাবে করা যাবে?

KYC করতে প্রথমেই গ্রাহকদের রেশন কার্ড বা আধার কার্ড নিয়ে যেতে হবে রেশন ডিলার এর কাছে। তারপর সেই ডিলার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করে দেবে, আর তার সঙ্গে সঙ্গে গ্রাহকদের EKYC করিয়ে দেওয়া হবে।

এই কাজটি বাড়িতে বসে অনলাইনেও করা সম্ভব হয়। অনলাইনে করতে চাইছেন, কিভাবে করবেন চটপট দেখে নিন।

  • প্রথমে পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের অফিসিয়াল লিংক এ ক্লিক করুন
    https://food.wb.gov.in/
  • এরপর  Ration Card অপশনের মধ্যে থাকা Check the status of your Ration Card অপশনে ক্লিক করুন।
  • এবার রেশন কার্ড নম্বর ও কোন ক্যাটাগরির কার্ড তা সিলেক্ট করে সঠিক Captcha Code দিন।
  • এরপর Search অপশনে ক্লিক করুন। যদি রেশন কার্ডের স্ট্যাটাস Active দেখায় তাহলে চিন্তা নেই।
  • কিন্তু যদি কারও স্ট্যাটাস Deactivate দেখায়, তবে অবশ্যই রেশন কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করুন।
  • তার জন্য খাদ্য দফতরের পেজ থেকে  Do E-KYC অপশনে ক্লিক করুন।
  • সেখানে Link Aadhaar with Deactivated/Newly Approved Cards অপশনে ক্লিক যান।
  • এবার নতুন পেজ খুলে যাবে, এবার রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করুন।
  • এরপর সার্চ অপশনে ক্লিক করার পর Link Aadhaar and Mobile no. অপশনে ক্লিক করার পর Send OTP অপশনে ক্লিক করতে হবে।
  • এবার মোবাইলে যে OTP আসবে সেটা দিয়ে Submit করতে হবে।
  • একেবারে শেষে সমস্ত তথ্য একবার চেক করে Verify and Submit অপশন ক্লিক করুন, ব্যাস রেশন কার্ড Active হয়ে যাবে।

Related Articles