Hoop News

Ration Card: রেশন নিয়ে আর চিন্তা নেই, সাধারণ মানুষের স্বার্থে বিরাট ঘোষণা কেন্দ্রীয় সরকারের

Advertisements

দেশের দরিদ্র নাগরিকরা যাতে খাদ্যের অভাবে কষ্ট না পায়, সেজন্য সরকারের তরফ থেকে দারুন একটা সুবিধা দেওয়া হচ্ছে। প্রতি মাসে রেশন কার্ড দেখিয়ে চাল, গম পেতে পারে এই সমস্ত পরিবার। আঁধার কার্ড, প্যান কার্ডের মত গুরুত্বপূর্ণ নথি হিসেবে রেশন কার্ড কে ব্যবহার করা যেতে পারে। ২০১৭ সালে সরকার ঘোষণা করেছিল আঁধার কার্ডের সঙ্গে লিংক করতে হবে না। আগামী ৩০ শে জুন ছিল এই লিংক এর লাস্ট ডে, অথচ অনেকে রেশন আর আঁধার কার্ডের সঙ্গে এখনো পর্যন্ত লিঙ্ক করায়নি, তারপরে কি হবে সেই তারা কি আর রেশন পাবে না?

আঁধার ও রেশন কার্ড লিঙ্ক নিয়ে কি আপডেট দিল সরকার?

৩০শে জুন নয়, লিঙ্ক করার লাস্ট ডেট বাড়িয়ে দিল সরকার। কারণ এখনো পর্যন্ত অনেকেই এই লিংক যারা করিয়ে উঠতে পারেনি, তাদের জন্যই এমন সুযোগ করে দিল সরকার আরো তিন মাস বাড়িয়ে দিল, দিন করা হলো ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। ভবিষ্যতে যাতে কোনোভাবেই না কোন সমস্যা হয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব e-kyc করে নিতে হবে।

অনলাইনে রেশন কার্ডের KYC করার পদ্ধতি-

  • প্রথমেই ব্রাইজারে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট
    https://food.wb.gov.in এ যেতে হবে।
  • এরপর Ration Card লেখায় ক্লিক করতে হবে।
  • তার নীচের অপশনের মধ্যে থেকে “Check the status of your Ration Card” এ ক্লিক করতে হবে।
  • তারপর নিজের রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করে কার্ডের নম্বর বসিয়ে নিতে হবে।
  • “Captcha” সঠিকভাবে এন্টার করে সার্চে ক্লিক করতে হবে। তাহলেই স্ট্যাটাস বেরিয়ে আসবে।
  • যদি রেশন কার্ডের স্ট্যাটাস “Active” দেখায় তাহলে চিন্তার করতে হবে।
  • কিন্তু যদি “Deactive” দেখায় তাহলে লিঙ্ক নেই, তাই সেক্ষেত্রে আঁধারের সাথে রেশন কার্ড লিংক করে নিতে হবে।
  • লিঙ্ক করার জন্য ওই পেজেই “Do E-KYC” এর অপশন থাকবে। সেখানে ক্লিক করে Link Aadhaar with Deactivated/Newly Approved Cards অপশনে ক্লিক করতে হবে।
  • এবার যে পেজ খুলবে সেখানে আবার রেশন কার্ডের ক্যাটেগরি সিলেক্ট করে কার্ড নম্বর দিয়ে সার্চ করতে হবে।
  • তারপর “Link Aadhar & Mobile No” অপশনে ক্লিক করতে হবে।
  • আঁধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে OTP যাবে। সেটা দিয়ে Submit করতে হবে।
  • তাহলেই রেশন আঁধার লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে।

Shreya Maitra Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক