Sandhya Mukhopadhyay: লড়াইয়ের অবসান, ‘গানের দিন’ সমাপ্ত করে সুরলোকে পাড়ি দিলেন সন্ধ্যা
নিভে গেল সন্ধ্যাদীপ। দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে প্রয়াত হলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) টুইট করে গীতশ্রীর প্রয়াণের খবর জানিয়েছেন। তবে শান্তনু কিংবদন্তী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর জন্য দায়ী করেছেন কেন্দ্রীয় সরকারের ‘পদ্মশ্রী’ প্রস্তাবকে।
View this post on Instagram
নব্বই বছর বয়সে প্রয়াত হলেন সুরের সন্ধ্যা। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এর মধ্যে বাথরুমে যেতে গিয়ে পড়ে যান সন্ধ্যা। ভেঙে যায় তাঁর ফিমার বোন। কিন্তু এই সব কিছুর মধ্যেই ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান করেন তিনি। কেন্দ্রীয় সরকার কর্তৃক অপমানে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সন্ধ্যা। গত 26 শে জানুয়ারি রাতে তাঁর জ্বর আসে। সকালে জ্বর বাড়ে ও শ্বাসকষ্ট শুরু হয়। গ্রীণ করিডোর করে সন্ধ্যাকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানে উডবার্ন ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। তৈরি হয় মেডিক্যাল বোর্ড। আসেন ডঃ সুকুমার মুখার্জী (Sukumar Mukherjee)।
View this post on Instagram
প্রথম থেকেই সন্ধ্যার শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি ছুটে গিয়েছিলেন এসএসকেএম-এ। সসন্ধ্যার কোভিড টেস্ট হলে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। এমনকি ধরা পড়ে তাঁর হার্টের সমস্যাও। দ্রুত তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও একটি নতুন মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছিল। সম্প্রতি সন্ধ্যার ফিমার বোনের অস্ত্রোপচার হয়। চিকিৎসকদের মেডিক্যাল বুলেটিনে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলা হয়েছিল। করোনা রিপোর্ট ছিল নেগেটিভ। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন সন্ধ্যা। কিন্তু শেষরক্ষা হল না।
চলে গেলেন সন্ধ্যা। জেনে যাননি, তাঁর বান্ধবী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)-ও আর নেই। সুরলোকে চলে গেলেন দুই কিংবদন্তী। ‘হুপহাপ’(HOOPHAAP)-এর তরফে সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মার প্রতি রইল অটুট শ্রদ্ধা। সুরলোকে ভাল থাকুন গীতশ্রী।
View this post on Instagram