whatsapp channel

Life Insurance: প্রিমিয়ামের থেকে বেশি টাকা রিটার্ন দিচ্ছে LIC-র এই পলিসি, সঙ্গে পাওনা জীবনবীমা

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেই মানুষের জীবনের কর্মক্ষমতা কমে যায়। মূলত ২০ থেকে ৫০ বছর অবধি সময়ে মানুষ সঠিকভাবে কাজ করে অর্থ উপার্জন করতে পারে। তবে এক্ষেত্রে অনেকের জীবনে অকালে নেমে…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Advertisements
Advertisements

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেই মানুষের জীবনের কর্মক্ষমতা কমে যায়। মূলত ২০ থেকে ৫০ বছর অবধি সময়ে মানুষ সঠিকভাবে কাজ করে অর্থ উপার্জন করতে পারে। তবে এক্ষেত্রে অনেকের জীবনে অকালে নেমে আসে কিছু বিপর্যয়। আর সেই কারণে অনেক কম বয়সে রোজগার বন্ধ হয় অনেকের। তাই সেই সময়ের জন্য টাকা জমিয়ে রাখতে কমবেশি সকলেই আগ্রহী হয়ে থাকেন। আর এই সঞ্চয়ের জন্য ভারতীয় জীবনবীমা নিগম (LIC) হল অত্যন্ত ভরসযোগ্য একটি সংস্থা। কারণ এখানে সুনিশ্চিত রিটার্নের পাশাপাশি পাওয়া যায় জীবনবীমার মতো সুবিধাও

Advertisements

এবার গ্রাহকদের জন্য চালু হল এলআইসি জীবন কিরণ লাইফ ইন্স্যুরেন্স স্কিম (LIC Jeevan Kiran Insurance Scheme)। এটি LIC-র একটি আকর্ষণীয় একটি প্ল্যান, যার মাধ্যমে পলিসি হোল্ডারের মৃত্যু হলে পলিসির প্রিমিয়ামের থেকে বেশি টাকা দেওয়া হয়। এছাড়াও যদি পলিসি হোল্ডার বেঁচে থাকাকালীন পলিসি ম্যাচিওর হয়ে যায়, তাহলে মেয়াদ পূর্তির সময় একটা বড়সড় অঙ্কের টাকা পাওয়ার সুযোগ থাকছে LIC-র এই পলিসিতে। আর এই পলিসির সবথেকে বড় সুবিধা হল এটিই যে এই পুরো টাকা একসাথেই দেওয়া হয় গ্রাহককে। এখন একনজরে দেখে নিন এই পলিসির আরো বিস্তারিত কিছু তথ্যাবলী।

Advertisements

গত জুলাইয়ে LIC-কর্তৃপক্ষ এই পলিসি চালু করে। এই পলিসিতে। ব্যক্তিগত সঞ্চয়ের পাশাপাশি এটিকে একটি জীবনবীমা স্কিমও বলা যায়। এই পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হল বিমাকৃত টাকার পাশাপাশি আরো বেশি পরিমাণ টাকা ফেরত দেওয়া হয় পলিসির নমিনিকে। আর এখানে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এটাই যে পলিসি শুরু হওয়ার এক বছরের মধ্যে পলিসি হোল্ডারের আত্মহত্যা, দুর্ঘটনা সহ একাধিক মৃত্যুর কারণকে মান্যতা দেওয়া হয় বিমাকৃত টাকা দাবি করার জন্য।

Advertisements

অর্থাৎ এক্ষেত্রে একটি ভালো মানের রিটার্ন পাওয়া সম্ভব। পলিসি চলাকালীন হোল্ডারের মৃত্যু হলে তার নমিনি পলিসির বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণ পেয়ে যাবেন রিটার্ন হিসেবে। পাশাপাশি মৃত্যুর দিন অবধি জমা করা প্রিমিয়ামের মোট টাকার ১০৫ শতাংশ বেসিক সাম অ্যাসিওর্ড পাওয়ার সুযোগও রয়েছে এই পলিসিতে। পাশাপাশি, একক প্রিমিয়াম এর উপরে ১২৫ শতাংশ অবধি দেওয়া হয়।

Advertisements
whatsapp logo
Advertisements
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা