Beauty Tips: প্রাকৃতিকভাবে ঠোঁটের রং গোলাপি করার টিপস
ঠোঁট গোলাপি করার জন্য আমরা কত কিছুই না করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই আপনি আপনার ঠোঁটের যত্ন নিতে পারেন। এর জন্য রান্নাঘরের দু-একটি উপাদান যথেষ্ট। তাই দেরি না করে Hoophaap এর পাতায় চটজলদি দেখে ফেলুন ঠোঁট ভালো করার সহজ টিপস।
১) প্রথমে একটি রুমাল গরম জলের মধ্যে ডোবাতে হবে। এরপর এই রুমাল দিয়ে ঠোঁট ভালো করে পরিষ্কার করে নিতে হবে।
২) তারপর একটি ঠোঁটের উপযুক্ত স্ক্রাবার বানাতে হবে। এর জন্য নিতে হবে, ১ টেবিল-চামচ বড় দানার চিনি এবং ১ টেবিল চামচ চালের গুঁড়া, ১ টেবিল-চামচ কফি পাউডার এবং প্রয়োজনমতো দুধ। পুরো মিশ্রণকে ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মিশ্রনটিকে ঠোঁটের উপরে ভালো করে ঘষে ঘষে অন্তত দশ মিনিট ধরে লাগাতে হবে। এটি প্রায় ১০ মিনিটের জন্য রেখে দিতে হবে।
৩) তারপর ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে একটি ময়েশ্চরাইজার বানাতে হবে। এর জন্য প্রয়োজন১ টেবিল চামচ দুধের সর এবং ১ টেবিল চামচ মধু। ভালো করে মিশিয়ে নিয়ে ঠোঁটের ওপরে লাগাতে হবে এটিও অন্তত পনের মিনিট রেখে দিতে হবে।
৪) এরপর একটি কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে ভেসলিন এর মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে নিন, মিশ্রণটি সারা রাত ঠোঁটে লাগিয়ে রাখতে হবে।
উপরের বলা এই পদ্ধতি বা এই ধাপ গুলি যদি পরপর সাতদিন করতে পারেন, তাহলে আপনার ঠোঁট একেবারে বাচ্চাদের মতন গোলাপি হয়ে যাবে।