মহাকাশযানের মডেল বানিয়ে নজির গড়ল ষষ্ঠ শ্রেণীর খুদে ছাত্রী, জায়গা পেল কম্পিটিশনে
ছোটদের মধ্যে কত কিছুই না করার ক্ষমতা থাকে। কিন্তু অনেক সময় বাড়ির মা-বাবারা বুঝতে পারেন না। তাদের বক্তব্য একটাই থাকে যে শুধুমাত্র পড়াশোনা করতে হবে কিন্তু পড়াশোনার পাশাপাশি যদি তাদেরকে নানা বিষয়ে উৎসাহ করা যায় তাহলে কে বলতে পারে হয়তো পড়াশোনার থেকে সে এই বিষয়টাতেই অনেকদূর এগিয়ে গেল। তাই মা-বাবাদের উচিত পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটি বাচ্চা কে ইচ্ছা অনুযায়ী কাজ করতে দেওয়া। পড়াশোনা তো করতেই হবে কিন্তু শারীরিক এবং মানসিক বিকাশের জন্য এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিজ ভীষণ প্রয়োজন।
ইসরো আয়োজিত মডেল তৈরির প্রতিযোগিতায় ৫০০ জন ছাত্রছাত্রীর মধ্যে দেবীশ্বরী বিদ্যা নিকেতনের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অর্চিশা দে নিজের জায়গা করে নিয়েছে। এতটুকু মেয়ের এত সুন্দর মডেল বানিয়ে সকলের মন জয় করে নিয়েছে।
ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তারাই তো দেশের ভবিষ্যৎ। শুধু পড়াশোনা নয় তাদেরকে বিভিন্ন কাজে যুক্ত রাখতে হবে। যাতে তারা পড়াশোনার পাশাপাশি সমস্ত জায়গাতেই নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হবে পুরনো প্রজন্মদেরই।