Hoop Diary
দেবাদিদেব মহাদেবের তান্ডব নৃত্যের পিছনে আসল রহস্য কি! জানুন অজানা তথ্য
সোমবার হল মহাদেবের দিন। প্রতি সোমবার নিয়ম করে মহাদেবের পুজো করলে জীবনে অর্থনৈতিক অনটন থেকে আপনি মুক্তি পাবেন। মহাদেব তাণ্ডব নৃত্য নেচেছিলেন। কিন্তু আপনি কি জানেন এই তাণ্ডবের পিছনে থাকার রহস্য টা ঠিক কি!
শিবের দুটি রূপ রয়েছে একটি হলো সমাধিস্থ রূপ আরেকটি হলো তান্ডব রূপ। মহাদেব যখন প্রচন্ড রেগে যান তখন তার এই তাণ্ডব রূপটি প্রকাশ পায়। মহাদেবের তান্ডব নৃত্যরত মূর্তিটির নাম নটরাজ মূর্তি। তবে নটরাজ শুধুমাত্র তান্ডব নৃত্য নাচেন তা নয়।
মা দুর্গা ভরত মুনির সামনে এই লাস্য নাচ নেচেছিলেন, শিবের কথা অনুযায়ী। এই নাচটি সাধারণত মহিলারা নেচে থাকেন। এই বিশেষ রকমের লাস্যময়ী নাচের সূচনা করেছিলেন শিব। পরবর্তীকালে ভরতমুনির কাছ থেকে এই বিশেষ ধরনের নাচের ধরনটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।