BollywoodHoop Plus

দীপাবলির দিনে এমন পোশাকে নজর কাড়লেন মিঠুন চক্রবর্তীর সুন্দরী পুত্রবধূ

মদালসা শর্মা (Madalsa Sharma) বর্তমানে নিজেকে মদালসা এম.চক্রবর্তী (Madalsa M. Chakraborty) নামে পরিচয় দেন। কারণ তিনি সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-র পুত্র মিমো চক্রবর্তী (Mimo Chakraborty)-র স্ত্রী। বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-র কারণে মদালসা যথেষ্ট পরিচিত মুখ। মিঠুনকেও নিয়ে গিয়েছিলেন ‘অনুপমা’-র সেটে। দীপাবলীর মরসুমে মদালসা নজর কাড়লেন ফেস্টিভ লুকে। ধনতেরাসের সন্ধ্যায় ইন্সটাগ্রামে তিনি শেয়ার করলেন একগুচ্ছ ছবি।

মদালসার শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে লাল রঙের নেটের শাড়ি। শাড়ি জুড়ে রয়েছে লাল রঙের সুতোর এমব্রয়ডারি। রয়েছে সিকুইনের কারুকার্যও। লাল রঙের শাড়ির সাথে মদালসা টিম আপ করেছেন লাল রঙের সাটিনের ব্রালেট। ব্রালেটের সামনের অংশে রয়েছে নেটের ডিটেলিং। লাল শাড়ির সাথে মদালসার মেকআপ যথেষ্ট উজ্জ্বল। চোখে ন্যুড শেডের আইশ‍্যাডো ব্যবহার করলেও মদালসা তাঁর ঠোঁট রাঙিয়েছেন রাস্ট রেড রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে হালকা ব্লাশারের ব্যবহার। খোলা চুলে রয়েছে হালকা কার্ল। ডান কাঁধের উপর দিয়ে সামনে এসে পড়েছে মদালসার চুলের কিছু অংশ। চুলের একপাশে লাল রঙের ফুল গুঁজেছেন মদালসা। ডান হাত জুড়ে রয়েছে প্রচুর লাল রঙের কাঁচের চুড়ি। বাঁ হাতে রয়েছে বিডেড ব্রেসলেট।

ছবিগুলি শেয়ার করে মদালসা তাঁর অনুরাগীদের ধনতেরাসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, দীপাবলীর উৎসব শুরু হয়ে গিয়েছে। ক্যাপশনের সাথে সোনালি তারা ও লাল রঙের হার্ট ইমোজি জুড়েছেন মদালসা।

মদালসার মা শীলা শর্মা (Sheela Sharma) তাঁর মেয়ের সৌন্দর্যের প্রশংসা করেছেন। মিমো তাঁর স্ত্রীকে জানিয়েছেন অনেক ভালোবাসা। পাশাপাশি তিনি স্বীকার করেছেন, মদালসা সত্যিই স্টানিং।