Hoop PlusTollywood

নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত বাংলা ছবি ‘মহিষাসুরমর্দিনী’

নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ‍্যালে বাংলা ফিল্মের মুকুটে যুক্ত হল নতুন পালক। নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ‍্যাল 2022-এ আরও সতেরটি ফিচার ফিল্মের সঙ্গে মনোনীত হয়েছে বাংলা ফিল্ম ‘মহিষাসুরমর্দিনী’। তের তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ‍্যালে দেখানো হবে এই ফিল্ম।

‘মহিষাসুরমর্দিনী’ পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ (Ranjan Ghosh)। এই ফিল্মে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ‍্যালে ‘মহিষাসুরমর্দিনী’-র মনোনয়ন নিয়ে উচ্ছ্বসিত রঞ্জন।

 

View this post on Instagram

 

A post shared by Ranjan Ghosh (@_ranjanghosh_)

তিনি জানালেন, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ‍্যাল এই ফিল্মের মুকুটে আরও একটি পালক যোগ করল। ফিল্ম ও থিয়েটার, দুটি মাধ্যমের কাছেই রঞ্জন কৃতজ্ঞ। এছাড়াও তিনি ধন্যবাদ জানিয়েছেন, সমগ্র ‘মহিষাসুরমর্দিনী’ ইউনিটকে। কারণ এই ফিল্মের সফলতার অবদান প্রত্যেকের।

আরও পড়ুন -   ভেজা চুল, পরনে সুইমিং স্যুট নজরকাড়া চাহনি, এই বয়সেও উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী মালাইকা

‘মহিষাসুরমর্দিনী’-তে প্রথমবার একসাথে দেখা যাবে ঋতুপর্ণা,শাশ্বত ও পরমব্রতকে। আপাতত ফিল্মের সাফল্য নিয়ে খুশি কলাকূশলীরাও।

 

View this post on Instagram

 

A post shared by Ranjan Ghosh (@_ranjanghosh_)

Related Articles