Finance NewsHoop News

Medhashree Prakalpa: পড়াশোনায় আর কোনো বাধা নেই, মেধাশ্রী প্রকল্পে প্রতি বছর টাকা পাবেন পড়ুয়ারা

গত বছরেই পিছিয়ে পড়া শ্রেণি, ওবিসি জাতির পড়ুয়াদের জন্য একটা নতুন প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। নতুন এই প্রকল্পের নাম মেধাশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, স্বামী বিবেকানন্দ প্রকল্পের মতো এটাও একটা অসাধারণ প্রকল্প। গরীব শিক্ষার্থীরা যাতে কোনভাবে আর্থিকভাবে পিছিয়ে থাকার জন্য পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, সেই জন্যই এই প্রকল্প চালু করা হচ্ছে।

নবান্ন সূত্রে খবর অনুযায়ী,

  • ১) যিনি প্রার্থী আছেন তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • ২) শিক্ষার্থীদের পঞ্চম থেকে নবম শ্রেণিতে ভর্তি হতে হবে।
  • ৩) আর্থিকভাবে অনেকটাই দুর্বল হতে হবে। এর পাশাপাশি OBC এবং SSC সম্প্রদায়ের হতে হবে।
  • ৪) শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকা বা তার কম হতে হবে।
  • ৫) রাজ্য সরকারের অন্য কোন স্কলারশিপের টাকা পেলে, এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না।

নির্বাচিত শিক্ষার্থীরা কী কী সুবিধা পাবেন –

  • ১) পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া হবে।
  • ২) যারা সমস্ত সুবিধা থেকে বঞ্চিত সংখ্যালঘু গোষ্ঠীর শিক্ষার্থী, তারাই একমাত্র এর জন্য টাকা পাবেন।
  • ৩) নির্বাচিত শিক্ষার্থীরা বছরে ৮০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।
  • ৪) শিক্ষার খরচ তাতে শিক্ষার্থীরা মিটিয়ে নিতে পারেন, সেই জন্যই এই খরচ দেওয়া হচ্ছে।

কী কী নথি জমা দিতে হবে?

  • ওবিসি সার্টিফিকেট
  • শিক্ষার্থীর পরিবারের ইনকাম সার্টিফিকেট,
  • আধার কার্ড
  • মোবাইল নম্বর
  • ব্যাংকের প্রয়োজনীয় ডকুমেন্ট

কীভাবে আবেদন করতে হবে?

  • ১) আবেদনকারীদের প্রথমে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ও অর্থ কর্পোরেশনের মেধাশ্রী ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • এই ওয়েবসাইট হল- https://www.wbmdfc.org/
  • ২) এরপরে হোমপেজে মেধাশ্রী স্কলারশিপ ফর্মের পিডিএফ আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে।
  • ৩) সেই Home Page আপনাকে Students Area ট্যাবে ক্লিক করতে হবে। তারপর Registration অপশনে ক্লিক করতে হবে।
  • ৪) এরপর স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে। এবার এই পেজে আপনাকে আপনার জেলা সিলেক্ট করতে হবে।
  • ৫) এরপরে রেজিস্ট্রেশন পেজে আপনাকে নিম্নলিখিত বিবরণগুলি পূরণ করতে হবে।

জেলা, ব্লক, নাম, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ,ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের IFSC কোড, মোবাইল নাম্বার, ধর্ম ইত্যাদি সমস্ত সঠিকভাবে পূরণ করতে হবে।

 সমস্ত বিবরণ পূরণ করে আপনাকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য Submit এ ক্লিক করতে হবে। সমস্ত কিছু সঠিকভাবে দেখে নিলে নির্বাচিত প্রার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

Related Articles