Hoop News

Gold Price: হাফ সেঞ্চুরির পথে সোনা, এখনি না কিনলে পরে কপাল চাপরাবেন, জানুন বাজারদর

ফের বাড়ছে সোনার দাম।তিলতিল করে বেড়েই চলেছে। যদিও এখনও ৫০ অতিক্রম করেনি সোনা তাই পুজোর আগেই বুক করুন গোল্ড। চলুন দেখে নিই, আজকের সোনার দাম।

গতকালের সোনার দাম কলকাতা-» ২২ ক্যারেট সোনার দাম ১ গ্রাম অনুযায়ী – ৪,৭৯৫ টাকা। ১০ গ্রামের দাম – ৪৭,৯৫০ টাকা। হলমার্ক গহনা সোনার দাম – ৪৮,৬৫০ টাকা ( ১০ গ্রাম অনুযায়ী)। ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রাম অনুযায়ী – ৫০,৫৫০ টাকা। ( জি. এস. টি আলাদা ).

রূপার বাট (প্রতি কেজি)৫৭,৪৫০ টাকা। রূপা খুচরো (প্রতি কেজি)৫৭,৫৫০ টাকা।

আজকে ( ২৪.০৯.২২) সোনার দাম কলকাতা

২২ ক্যারেট সোনার দাম ১ গ্রাম অনুযায়ী – ৪,৮০০ টাকা। ১০ গ্রামের দাম – ৪৮,০০০টাকা। হলমার্ক গহনা সোনার দাম – ৪৮,৭০০ টাকা ( ১০ গ্রাম অনুযায়ী)। ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রাম অনুযায়ী – ৫০,৬০০ টাকা। ( জি. এস. টি আলাদা ).

রূপার বাট (প্রতি কেজি) ৫৭,৪৫০ টাকা। রূপা খুচরো (প্রতি কেজি) ৫৭,৫৫০ টাকা।

দাম বাড়তে চলেছে সোনার। যেকোনো সময় হাফ সেঞ্চুরি পুনরায় করে নিতে পারে। যদিও এখনও ৫০ হাজারের নিচে রয়েছে হলমার্ক সোনা। সুতরাং এরই মধ্যে সোনা না কিনলে ফের বাড়তে পারে। প্রসঙ্গত, সোনা কেনার পূর্বে অবশ্যই দাম যাচাই করে কিনতে যাবেন। উপরের লিখিত সোনার দামে জি. এস. টি যুক্ত নেই। প্রত্যেকটি দোকানের মেকিং চার্জ আলাদা হয়, তাই জি. এস. টি ও মেকিং চার্জ সহ গোটা জিনিসটির দামের পার্থক্য হয়।

whatsapp logo