whatsapp channel

সন্তানের মুখ দেখার আগেই হয়েছে মৃত্যু, প্রয়াত চিরঞ্জীবীর পুত্রের নামকরণ সারলেন স্ত্রী মেঘনা

মাতৃজঠরে থাকাকালীন সে হারিয়েছে তার বাবাকে। তবু তার মা হার মানেননি। স্বামীর স্মৃতি সযত্নে বুকে আঁকড়ে ধরেছেন। স্বামীর পরিবারকে নিজের করে নিয়েছেন। প্রতি মুহূর্তে তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রেখেছেন মেঘনা রাজ…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

মাতৃজঠরে থাকাকালীন সে হারিয়েছে তার বাবাকে। তবু তার মা হার মানেননি। স্বামীর স্মৃতি সযত্নে বুকে আঁকড়ে ধরেছেন। স্বামীর পরিবারকে নিজের করে নিয়েছেন। প্রতি মুহূর্তে তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রেখেছেন মেঘনা রাজ (Meghna Raj), চিরঞ্জীবি সারজা (Chiranjeevi sarja)-র স্ত্রী, তাঁদের একমাত্র পুত্রসন্তানের মা। এবার তিনি খুদে চিরঞ্জীবিকে দিলেন এক নতুন নাম।

Advertisements

সম্প্রতি পুত্রসন্তানের নামকরণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মেঘনা জানিয়েছেন, তাঁদের পুত্রসন্তানের নাম রাখা হয়েছে রায়ান রাজ সারজা (Rayaan Raj Sarja)। ‘রায়ান’ শব্দটির সংস্কৃত অর্থ ছোট রাজপুত্র। মেঘনার শেয়ার করা ভিডিওটি চিরঞ্জীবির ভাই ও রায়ানের কাকা ধ্রুব সারজা (Dhrub Sarja)-ও শেয়ার করেছেন নিজের ওয়ালে।

Advertisements

মেঘনা যখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, তখন আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন চিরঞ্জীবি। তাঁর শেষকৃত‍্যের দিন কান্নায় ভেঙে পড়েছিলেন মেঘনা। এরপর বেবি শাওয়ারের দিন মেঘনার পাশে রাখা ছিল চিরঞ্জীবির কাটআউট। চিরঞ্জীবির পছন্দের শাড়ি পরেছিলেন মেঘনা তাঁর বেবি শাওয়ারে। চিরঞ্জীবির মৃত্যুর চার মাস পর জন্ম হয় রায়ানের। ধ্রুব রায়ানের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। মেঘনার মা হওয়ার খবর পেয়েই অনুরাগীরা বলতে শুরু করেন, চিরঞ্জীবিই ফিরে এসেছেন। ফলে অচিরেই রায়ানের নাম হয়ে যায় জুনিয়র চিরু।

Advertisements

মা হওয়ার পর আবারও কাজে ফিরেছেন মেঘনা। কিছু বিজ্ঞাপনের শুটিংয়ের কাজ করছেন তিনি। এছাড়াও কয়েকটি কন্নড় ও মালয়ালম ফিল্মে কাজ করার কথা রয়েছে মেঘনার।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Meghana Raj Sarja (@megsraj)

whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media