Hoop Life

Lifestyle: মেয়েদের এই ৫টি গোপন জিনিসের দিকেই বেশি নজর দেন পুরুষরা

মেয়েদের প্রতি আগ্রহ নেই, পৃথিবীতে এমন পুরুষ রীতিমতো অমিল। সব পুরুষের আগ্রহের কেন্দ্রে থাকেন মহিলারা। তবে অনেকেই মনে করেন মেয়েদের মুখ এবং শরীরের দিকেই বেশি নজর দেন পুরুষরা। তবে একথা একেবারে ঠিক না। এক সমীক্ষায় দেখা গেছে মেয়েদের রূপ এবং শরীর ছাড়াও এমন অনেক জিনিস আছে যেগুলি বেশি চোখে পড়ে পুরুষদের। কি কি সেই জিনিস? দেখে নিন একনজরে।

(১) পোশাক: মেয়েদের যে জিনিসের দিকে সবথেকে বেশি চোখ যায় পুরুষদের সেটি হল তাদের পোশাক। আপনি কি পরে রাস্তায় বেরোচ্ছেন, সেই বিষয়ের উপর নির্ভর করে আপনি কতজন পুরুষের চোখে মধ্যমনি হয়ে থাকছেন। এছাড়াও আপনার পোশাকের রং দেখে পুরুষরা বুঝতে পারেন যে আপনি এখন কেমন মুডে রয়েছেন।

(২) মুখের ভঙ্গিমা: পোশাক ছাড়াও মেয়েদের আরেকটি জিনিসও বেশ নজর কাড়ে ছেলেদের। আর সেটি হল মুখের হাবভাব। মেয়েদের মুখের ভঙ্গি খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন পুরুষরা। কারণ একটাই, মেয়েদের কথা বলার ভঙ্গিমা দেখেই তার স্বভাব ও চরিত্র লুকিয়ে থওকে।

(৩) সেলফি তোলার অভ্যেস: মেয়েদের সেলফি তোলার দিকেও বেশ নজর থাকে পুরুষদের। যে মেয়েরা ঘনঘন বেশি সেলফি তুলতে পছন্দ করেন, তারা নাকি ফ্লার্টিং-এ ওস্তাদ, এটা মনে করেন অনেকেই।

(৪) মোবাইল ফোনের স্ক্রিন: মেয়েদের মোবাইলের স্ক্রিনের দিকেও বেশি নজর পড়ে পুরুষদের। একজন মহিলা মোবাইলে কি করছেন, কি দেখছেন, চ্যাট করলে কার সাথে করছেন, ভিডিও কলে কে রয়েছেন, এসবের উপর বিশেষ আগ্রহ থাকে পুরুষদের।

(৫) খাওয়াদাওয়ার অভ্যেস: খাওয়াদাওয়ার অভ্যাসের উপর মহিলাদের স্বভাব লুকিয়ে থাকে। প্রথম দিন ডেটিংয়ে গিয়েই কোনও মেয়ে যদি স্যালাড বা তেলহীন খাবার পছন্দ করে, তবে ছেলেটি বুঝে নেয় কেবল নিজের ইমেজ বজায় রাখতেই মেয়েটি এসব করছে। যদি মন ভরে বার্গার, চিপস, কোল্ডড্রিংক খায় ছেলেরা ধরে নেয় মেয়েটি খেতে খুবই পছন্দ করে।

Disclaimer: প্রতিবেদনটি সম্পূর্ণ তথ্যভিত্তিক। বাস্তবের সঙ্গে পুরোপুরি মিল নাও থাকতে পারে।