whatsapp channel

Mithai: কেন ‘মিঠাই’ থেকে পুরোপুরি উধাও হয়ে গেলেন স্যান্ডি-পিঙ্কিজি!

বাংলা টেলিভিশনের পর্দায় অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল 'মিঠাই'। জি-বাংলার এই ধারাবাহিক গত দু'বছর ধরে সম্প্রচারিত হচ্ছে ছোট পর্দায়। একটা সময় টিআরপি তালিকার সিংহাসনে দেখা যেত এই ধারাবাহিককে। কিন্তু সময়ের সঙ্গে…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Advertisements
Advertisements

বাংলা টেলিভিশনের পর্দায় অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। জি-বাংলার এই ধারাবাহিক গত দু’বছর ধরে সম্প্রচারিত হচ্ছে ছোট পর্দায়। একটা সময় টিআরপি তালিকার সিংহাসনে দেখা যেত এই ধারাবাহিককে। কিন্তু সময়ের সঙ্গে তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। কমেছে দর্শককূলও। এর তাতেই কাহিনীর রদবদল ঘটাতে বাধ্য হয়েছেন নির্মাতারা। বর্তমানে এই ধারাবাহিকের মূল চরিত্র ‘মিঠাই’-এর বদলে আগমন ঘটেছে একই দেখতে ‘মিঠি’-র। তাতে দর্শকের মনে এই ধারাবাহিক আবার হারানো জায়গা ফিরে পেলেও রদবদল ঘটেছে বেশ কিছু স্থানে।

Advertisements

‘মিঠাই’ ধারাবাহিকের গল্পের রদবদলের সঙ্গে হারিয়েছে বেশ কিছু চরিত্র। গল্পের অগ্রগতির সঙ্গে পিপি, স্যান্ডি, পিঙ্কিজি, সমরেশ, সিদ্ধার্থের কাকা, কাকিমারা হারিয়ে গেছেন সময়ের অবকাশে। কিন্তু কেন? তাহলে কি তারা অন্য ধারাবাহিকে নাম লেখাচ্ছেন? এই প্রশ্নে আরো বেশি উত্তাপ বাড়িয়ে দিল পিঙ্কিজিকে নিয়ে স্যান্ডির মুম্বই পাড়ি দেওয়া। জানা গেছে, পিঙ্কিজির মুম্বইয়ে পা রাখার স্বপ্ন বহুদিনের। তবে এই প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন স্যান্ডি ওরফে ওমকার ভট্টাচার্য। তিনি বলেছেন, “কালার্স বাংলার ‘ফেরারি মন’ ধারাবাহিকে দেখা যাচ্ছে আমাকে। আপাতত আমি ‘ফেরারি মন’-এ পার্থিব রায় বর্মনের চরিত্রে অভিনয় করছি এই পার্থিবর চরিত্রটি প্রথম বর্ষের ছাত্রের। যে লেখালেখি করতে ভালোবাসে। তবে পরিবার দ্বারা তুলনামূলক অবহেলিত। তাঁর মা পার্থিবর থেকে বেশি তাঁর সৎ দাদাকে ভালোবাসেন। পরিবারের অন্যান্য চরিত্রগুলি একটু নেগেটিভ ধাঁচের হলেও পার্থিব ও তাঁর বাবা পজেটিভ।’

Advertisements

তবে তারা আবার ‘মিঠাই’-এ ফিরবেন কিনা তা জানান নি স্পষ্ট করে কিছুই। তবে অপাতর ‘মিঠাই’-এর পিঙ্কিজিকে দেখা গেছে অন্য একটি ধারাবাহিকে। পিঙ্কিজি ওরফে অভিনেত্রী অনন্যা গুহকে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে দেখা গিয়েছে কিছুদিন আগেই। তবে আগামী ধারাবাহিক প্রসঙ্গে তার মতামত কিছুই জানা যায়নি এখনো।

Advertisements

প্রসঙ্গত, ‘মিঠাই’ ধারাবাহিকে গল্পের মোড় বদলের পর আপাতত কিছুটা জায়গা ফিরে পেয়েছে ধারাবাহিকটি। গত সপ্তাহে টিআরপি তালিকায় কিছুটা নিম্নগতি দেখা গেলেও আবার যে ধারাবাহিকে নতুন গল্প দর্শকদের মনে ধরেছে, তাতে সন্দেহ নেই।

Advertisements

whatsapp logo
Advertisements
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা