whatsapp channel

চোখের জলে বিদায় জানালেন গোটা টিমকে, ‘গৌরী এলো’-র পর কি করবেন মোহনা!

জি বাংলার ধারাবাহিক ‘গৌরী এল’ দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয় ছিল। একসময় লাগাতার টিআরপির শীর্ষে থাকা এই ধারাবাহিকের স্লট হঠাৎই চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজকের যৌথ সিদ্ধান্তে পরিবর্তিত হওয়ার পর ক্রমশঃ নিম্নমুখী…

Avatar

Nilanjana Pande

জি বাংলার ধারাবাহিক ‘গৌরী এল’ দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয় ছিল। একসময় লাগাতার টিআরপির শীর্ষে থাকা এই ধারাবাহিকের স্লট হঠাৎই চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজকের যৌথ সিদ্ধান্তে পরিবর্তিত হওয়ার পর ক্রমশঃ নিম্নমুখী হয়ে যায় ‘গৌরী এল’-র টিআরপি। এরপর থেকেই টেলিপাড়ায় গুঞ্জন রটেছিল, খুব শীঘ্রই অফ এয়ার হয়ে যেতে চলেছে ‘গৌরী এল’। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে হয়ে গেল ‘গৌরী এল’-র শেষ দিনের শুটিং। শুটিংয়ের শেষে কলাকূশলীদের মন খারাপ হলেও সকলে নিজেদের মতো করে ইন্সটাগ্রামে শেয়ার করে নিয়েছেন তাঁদের স্মৃতি। কেউ বা শেয়ার করেছেন ফেসবুকে।

শুটিংয়ের শেষ দিন কেঁদে ফেলেন অনেকেই। গৌরী ওরফে মোহনা মাইতি (Mohana Maity) সেটে প্রতিষ্ঠিত ঘোমটাকালীর মূর্তিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। তাঁকে জড়িয়ে ধরে শান্ত করেন ঈশান ওরফে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (Biswarup Banerjee)। প্রসঙ্গত উল্লেখ্য, ‘গৌরী এল’ ছিল মোহনার প্রথম ধারাবাহিক। ফলে স্বাভাবিক ভাবেই এটি তাঁর কাছে বিশেষ। জি বাংলার ডান্স রিয়েলিটি শোয়ের মাধ্যমে নৃত্যশিল্পী হিসাবে মোহনার আত্মপ্রকাশ ঘটেছিল। এরপর ধীরে ধীরে অভিনয় জগতে প্রবেশ ঘটে তাঁর। স্কুলের ছাত্রী মোহনা যথেষ্ট সাবলীল অভিনয় করেছেন বিবাহিতা গৌরীর ভূমিকায়। টানা দেড় বছর গৌরী হয়েই বেঁচেছেন তিনি। তবে ধারাবাহিকের ব্যস্ত শিডিউলের ফলে ক্লান্ত মোহনা।

এই কারণে ‘গৌরী এল’-র শুটিং শেষ হতেই পরিবারের সাথে বাইরে বেড়াতে যাওয়ার কথা রয়েছে তাঁর। তবে মোহনা জানালেন, আপাতত তাঁর কাছে ভালো কাজের প্রস্তাব আসেনি। প্রস্তাব এলে নিশ্চয়ই আবারও অভিনয়ে দেখা যাবে তাঁকে। কিন্তু এর মধ্যেই স্টুডিওপাড়ায় জোরদার গুঞ্জন, স্টার জলসার নতুন ধারাবাহিকের প্রস্তাব এসেছে জি বাংলার গৌরীর কাছে। কিন্তু তা সুনিশ্চিত করেননি মোহনা।

আপাতত কিছুদিন বিরতি নিতে চান তিনি। দেড় বছরের শুটিং শেষে ক্লান্তি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরতে চান মোহনা।

whatsapp logo