whatsapp channel

Monami Ghosh: দিনদিন যেন কমছে বয়স, লাল রঙের ব্রালেটে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী মনামী

মনামী ঘোষ (Monami Ghosh)-এর উচিত ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বেশি কাজ করা। কিন্তু বোধহয় পরিচালকদের অধিকাংশ চোখে দেখতে পান না। যথেষ্ট দক্ষ অভিনেত্রী মনামী ছোট পর্দায় শেষবার কাজ করেছিলেন…

Avatar

Nilanjana Pande

মনামী ঘোষ (Monami Ghosh)-এর উচিত ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বেশি কাজ করা। কিন্তু বোধহয় পরিচালকদের অধিকাংশ চোখে দেখতে পান না। যথেষ্ট দক্ষ অভিনেত্রী মনামী ছোট পর্দায় শেষবার কাজ করেছিলেন স্টার জলসার ধারাবাহিক ‘ইরাবতীর চুপকথা’-য়। শিবপ্রসাদ (Shibaprashad Mukherjee)- নন্দিতা (Nandita Roy) নির্মিত ফিল্ম ‘বেলাশুরু’-তে নজর কেড়েছিলেন মনামী। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট অ্যাকটিভ। করোনাকালে নিজের ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্রোফাইলে মনামী নিজের কোরিওগ্রাফিতে তৈরি একাধিক ডান্স ভিডিও আপলোড করেছিলেন। সেগুলি যথেষ্ট ভাইরাল হয়েছিল। পাশাপাশি মনামী শেয়ার করেন নিত্যনতুন ফটোশুট। বুধবার ইন্সটাগ্রামে নিজের কয়েকটি নতুন ছবি শেয়ার করেছেন মনামী।

মনামীর শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে উজ্জ্বল লাল রঙের ব্রালেট। ব্রালেটটি নেটের তৈরি। এটির ডিজাইন করসেটের মতো। ব্রালেটের প‍্যাডে রয়েছে সিকুইনের কারুকার্য। ফলে এই ব্রালেটটি পেয়েছে অন্য মাত্রা। এটি একটি স্লিভলেস ব্রালেট। এটি জুড়ে রয়েছে নেটের কারুকার্য।ব্রালেটের পিছনে রয়েছে লাল ফিতের টাই-আপ। ব্রালেটের সাথে মনামী টিম আপ করেছেন লাল রঙের মাইক্রো মিনি স্কার্ট। ছোট্ট স্কার্ট জুড়ে রয়েছে সিকুইনের কারুকার্য। স্কার্টে রয়েছে কিছু প্লিট। এটি একটি হাই ওয়েস্ট স্কার্ট। এই পোশাকের সাথে মনামীর মেকআপ যথেষ্ট উজ্জ্বল। নজর কাড়ছে অপূর্ব স্মোকি আই। ঠোঁট রাঙানো লাল রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে হাইলাইটারের ব্যবহার। চুলে বাঁধা রয়েছে পনিটেল। মনামীর সাজ সম্পূর্ণ করেছে তাঁর পায়ের লাল রঙের হাই হিল বুটস। ছবিগুলি শেয়ার করে মনামী লিখেছেন নব্বইয়ের দশকের বিখ্যাত গানের লাইন “তুঝকো মিরচি লাগি তো ম্যায় কেয়া করুঁ”।

ছবির কমেন্ট সেকশনে অনুরাগীদের একাংশ মনামীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। তবে অনেকে লিখেছেন, ঘরোয়া সাজেই অভিনেত্রীকে তাঁদের বেশি পছন্দ।

আগামী দিনে মনামীকে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত ফিল্ম ‘পদাতিক’-এ। মৃণাল সেন (Mrinal Sen)-এর জীবনী অবলম্বনে তৈরি এই ফিল্মে মৃণাল-জায়া গীতা সেন (Geeta Sen)-এর ভূমিকায় অভিনয় করছেন মনামী।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

whatsapp logo