whatsapp channel

‘এই কটা দিন সামলে নাও’, কার কাছে আবদার করলেন অভিনেত্রী মনামী ঘোষ!

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মনামী ঘোষ (monami ghosh) অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘মৌচাক’। ‘মৌচাক’-এ ঘরোয়া মনামীর বোল্ড লুক দেখে চমকে গিয়েছেন দর্শকরা। কিন্তু মনামী প্রকৃত জীবনে এখনও আগের মতো ঘরোয়াই…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মনামী ঘোষ (monami ghosh) অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘মৌচাক’। ‘মৌচাক’-এ ঘরোয়া মনামীর বোল্ড লুক দেখে চমকে গিয়েছেন দর্শকরা। কিন্তু মনামী প্রকৃত জীবনে এখনও আগের মতো ঘরোয়াই রয়েছেন। তাই এবার তিনি কবিতার ছলে পৃথিবীর সেরে ওঠার প্রার্থনা করলেন।

Advertisements

মনামী ‘চিরকুট চলছে চলবে’-তে মাঝে মাঝেই অণুকবিতা লেখেন। এটা অনেকের অজানা। কিন্তু ইন্সটাগ্রামে যারা অণুগল্প ও কবিতার আইডি নিয়ে চর্চা করেন, তাঁরা মনামীর ভিতরের সাহিত্য প্রতিভার খোঁজ রাখেন। পৃথিবী যখন করোনা অতিমারীর আতঙ্কে থরহরি কম্প, তখন মনামী লিখেছেন, ‘’তোমায় নিয়েই তিস্তা নদী, তোমায় নিয়েই ইচ্ছেগাঁও, এই পৃথিবী সারবে ঠিকই, এই কটা দিন সামলে নাও”। তার সঙ্গেই মনামী শেয়ার করেছেন নিজের একটি ছবি। এই ছবিতে মনামীকে দেখা যাচ্ছে নীল রঙের শাড়ি, প্রিন্টেড ব্লাউজ ও ট্রাইবাল গয়নায়। মনামীর কবিতা নেটিজেনদের পছন্দ হয়েছে।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

Advertisements

গত বছর লকডাউনের সময় মনামী খুলে ফেলেছেন নিজের ইউটিউব চ্যানেল। সেখানে নিত্যনতুন কোরিওগ্রাফি করে ডান্স ভিডিও শেয়ার করেন মনামী। শেয়ার করেন তাঁর বিভিন্ন অনুষ্ঠানের মেকিং ভিডিও। এর মধ্যেই ইউটিউব ভ্লগার হিসাবে খ্যাতি অর্জন করেছেন তিনি।

Advertisements

এমনকি নিজের বেড়াতে যাওয়ার নেশাকেও ট্র্যাভেল ভ্লগের রূপ দিয়েছেন মনামী। কয়েক মাস আগে কাশ্মীর বেড়াতে গিয়ে কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্যকে নিজের ভ্লগে তুলে ধরেছিলেন মনামী। কাহবা বিক্রেতা বিলকিস (bilkis)-এর সঙ্গে ছবি তুলে তিনি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে। এছাড়াও ট্র্যাভেল ভ্লগে মনামীকে দেখা গিয়েছিল ডিমসেদ্ধ বিক্রেতার সঙ্গে নিছক আড্ডা দিতে। লকডাউনের ফলে বা আর্থিক কারণে যাঁরা কাশ্মীর যেতে পারছেন না, মনামী ভার্চুয়ালি তাঁদেরকে কাশ্মীরের সৌন্দর্য দর্শন করিয়েছিলেন।

whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media