Gold Price: জন্মাষ্টমীতে গোপালকে দিন সোনার গয়না, সপ্তাহের শুরুতেও অপরিবর্তিত দর, রইল এদিনের দাম
সোনার দামে (Gold Price) চড়াই উতরাই লেগেই থাকে। খুব কম দিনই এমন থাকে যেদিন দামে কোনো হেরফের হয় না। অনেক সময় সোনার দাম থাকে একটানা কমতির দিকে। আবার কখনো দাম বাড়ে চড়চড়িয়ে। যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের সোনার দামে একবার চোখ বুলিয়ে নেওয়া ভালো।
বিভিন্ন অনুষ্ঠানের জন্য সোনা কেনার সঙ্গে সঙ্গে যারা সোনায় বিনিয়োগ করেন,তারা জানেন যে প্রতিদিন সোনার দামে হেরফের হতে পারে। কখনো দাম বেড়ে যায়, কখনো আবার কমে যায়। ২৬ শে অগাস্ট, সোমবার কলকাতায় কত চলছে সোনার দর?
সোমবার সোনার দাম
শুক্রবার গ্রাম প্রতি সোনার দাম রয়েছে ৭,৬২৫ টাকা এবং ১ কেজি সোনার দাম এদিন রয়েছে ৭,২৬,৫০০ টাকা। শনিবার ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭,৩০৪ টাকা। রবিবারেও দামের কোনো পরিবর্তন হয়নি। সোমবার ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ৭,৩০৪ টাকা। অর্থাৎ দামে কোনো পরিবর্তন আসেনি।
শুক্রবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬,৬৬০ টাকা। কেজি প্রতি সোনার দাম এদিন রয়েছে ৬,৬৬,০০০ টাকা। শনিবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬,৬৯৫ টাকা। রবিবারেও দামে কোনো বদল হয়নি। রবিবারের পর সোমবারেও গ্রাম প্রতি ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ৬,৬৯৫ টাকা।
শুক্রবার কেজি প্রতি ১৮ ক্যারাট সোনার দাম রয়েছে ৫,৪৪,৯০০ টাকা। শনিবার গ্রাম প্রতি সোনার দাম ছিল ৫,৪৭৮ টাকা। রবিবারেও একই দাম রয়েছে ১৮ গ্রাম সোনার। সোমবারেও দামে কোনো বদল আসেনি।
সোমবার রূপোর দাম
রবিবার ১ গ্রাম রুপোর দাম ছিল ৮৬ টাকা এবং কেজি প্রতি রূপোর দাম ছিল ৮৬,০০০ টাকা।
সোমবারেও রূপোর দাম রয়েছে অপরিবর্তিত।
মঙ্গলবার ১ কেজি রূপোর দাম হয়েছে ৮৭,০০০ টাকা।
বুধবার রূপোর দাম রয়েছে অপরিবর্তিত।
বৃহস্পতিবার কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮৬,৯০০ টাকা।
শুক্রবার ১ কেজি রূপোর দাম রয়েছে ৮৬,৭০০ টাকা।
রবিবার কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮৮,০০০ টাকা।
সোমবার কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮৭,৯০০ টাকা।