BollywoodHoop Plus

Mouni Roy: দুধ সাদা পোশাকে সমুদ্র সৈকতে ঝড় তুললেন মৌনি, দেখা গেল গোপন জিনিস

মৌনি রায় (Mouni Roy)-কে এর আগে বহুবার দেখা গিয়েছে বিকিনি লুকে। মায়ামি সি-বিচে বিকিনিতে নজর কেড়েছিলেন তিনি। কখনও বা মালদ্বীপ, কখনও বা পাটায়া , বিকিনি পরার সুযোগ ছাড়েননি মৌনি। পাশাপাশি বঙ্গতনয়া মৌনি সমান সাবলীল শাড়িতেও। সম্প্রতি মৌনি সি-বিচ থেকে শেয়ার করলেন একটি ভিডিও।

ইন্সটাগ্রামে মৌনির শেয়ার করা ভিডিওতে তাঁর পরনে রয়েছে সাদা রঙের অফ শোল্ডার করসেট টপ। করসেট টপের নেকলাইনে রয়েছে সাদা লেসের ডিটেলিং। সামনের অংশে রয়েছে কয়েকটি সাদা রঙের সাটিনের ফিতে। করসেট টপের পিঠে রয়েছে সাদা ফিতের ডিটেলিং। টপের নেকলাইন যথেষ্ট ডিপ হওয়ার কারণে উন্মুক্ত রয়েছে মৌনির ক্লিভেজ। তাঁর নিম্নাংশে রয়েছে সাদা রঙের ফ্লেয়ারড স্কার্ট। কোমরেও রয়েছে সাদা ফিতের ডিটেলিং। সাদা পোশাকের সাথে মৌনির দুই চোখে রয়েছে কালো আইলাইনারের টান। ঠোঁট রাঙানো হালকা গোলাপি রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। খোলা চুলে রয়েছে হালকা কার্ল। সূর্যোদয়ের সময় খালি পায়ে সি-বিচে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে মৌনিকে।

ভিডিওটি শেয়ার করে মৌনি লিখেছেন, তিনি ঘটনাচক্রে যথেষ্ট হট বলেই নিজেকে এতটা পছন্দ করেন। দিশা পাটানি (Disha Patani) মৌনির সৌন্দর্যের প্রশংসা করেছেন। মৌনি লিখেছেন, দিশা নিজে যথেষ্ট সুন্দর বলেই মৌনিকে তাঁর ভালো লাগে। দিশাও প্রত্যুত্তরে তাঁকে ভালোবাসা জানিয়েছেন।

বর্তমানে মৌনি ডেটিং রিয়েলিটি শো ‘টেম্পটেশন আইল্যান্ড’ সঞ্চালনা করছেন। আগামী দিনে তাঁকে দেখা যাবে সায়েন্স ফিকশন ফিল্ম ‘দ্য ভার্জিন ট্রি’-তে।

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)