whatsapp channel

Web Series: প্রাপ্তবয়স্কদের জন্য সবথেকে সাহসী ওয়েব সিরিজ, ছোটদের থেকে দূরেই রাখুন

সময় এগোনোর সঙ্গে সঙ্গে বিনোদনের মানও উন্নত হচ্ছে। আধুনিক হয়েছে বিনোদন দুনিয়া। যাত্রা, নাটক থেকে ঢের এগিয়ে এখন বাজার কাঁপাচ্ছে ওয়েব সিরিজ (Web Series)। মানুষের অদম্য মনের চাহিদাকে কাজে লাগিয়ে…

Nirajana Nag

Nirajana Nag

সময় এগোনোর সঙ্গে সঙ্গে বিনোদনের মানও উন্নত হচ্ছে। আধুনিক হয়েছে বিনোদন দুনিয়া। যাত্রা, নাটক থেকে ঢের এগিয়ে এখন বাজার কাঁপাচ্ছে ওয়েব সিরিজ (Web Series)। মানুষের অদম্য মনের চাহিদাকে কাজে লাগিয়ে হাজার একটা প্ল্যাটফর্ম (OTT Platform) হাজির হয়েছে নেট মাধ্যমে। শুধু সঠিক কনটেন্টের জন্য সঠিক প্ল্যাটফর্মটি বেছে নিয়ে সাবস্ক্রাইব করে সিরিজ দেখার অপেক্ষা।

ওয়েব সিরিজের কথা উঠলে অ্যাডাল্ট কনটেন্টের (Adult Web Series) কথা উঠবে না তা কি হয়? বড়পর্দার সেন্সরের খবরদারিতে অতিষ্ঠ হয়ে দর্শকরা বিকল্প পথের সন্ধান ছিলেন। ওয়েব সিরিজ সেই বিকল্প হয়ে এসেছে দর্শকদের কাছে। ডিজিটাল বিনোদনে সেন্সরের কড়াকড়ি না থাকায় এখান মন খুলে রগরগে রোম্যান্সের স্বাদ নিতে পারেন দর্শকরা। অ্যাডাল্ট কনটেন্টের ভক্ত যারা, তাদের জন্য রয়েছে বিশেষ প্ল্যাটফর্ম। ULLU, KOOKU, প্রাইম শট, MX player (MX Player) এর মতো OTT প্ল্যাটফর্ম গুলিতে উঁকি দিলেই চোখে পড়বে এমন বহু বোল্ড কনটেন্ট।

Web Series: প্রাপ্তবয়স্কদের জন্য সবথেকে সাহসী ওয়েব সিরিজ, ছোটদের থেকে দূরেই রাখুন

অ্যাডাল্ট ওয়েব সিরিজের প্রতি দর্শকদের আকর্ষণ বেড়েছে লক্ষণীয় ভাবে। একদিকে যেমন অজস্র নতুন নতুন প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে, তেমনি দর্শকদের একাংশের গোপন চাহিদা বুঝে বোল্ড ওয়েব সিরিজেরও আমদানি ঘটিয়েছে কিছু কিছু প্ল্যাটফর্ম। এই ধরণের কনটেন্ট গুলি নিয়ে বিতর্কও কম হয়নি, কিন্তু তাতেও বাড়বাড়ন্ত কমেনি ‘এরোটিকা’র। এই মুহূর্তে একটি ওয়েব সিরিজ নিয়ে বেশ চর্চা হচ্ছে নেট মাধ্যমে। ক্রাইম থ্রিলার ঘরানার সিরিজটির নাম ‘গিরগিট’ (Girgit)।

প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি সিরিজটির গল্প উত্তেজনা এবং চমকে ঠাসা। গিরগিটির মতোই মানুষের রঙ বদলানোর গল্প তুলে ধরেছে এই ওয়েব সিরিজ। MX player প্ল্যাটফর্মে উপলব্ধ ওয়েব সিরিজটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সিরিজটির অফিশিয়াল ট্রেলার মুক্তি পেয়েছিল দু বছর আগে। বর্তমানে এই ট্রেলারের ভিউ ছাড়িয়েছে ৪৫ লক্ষের গণ্ডি। এখন আবার নতুন করে দর্শক টানতে শুরু করেছে গিরগিট ওয়েব সিরিজটি।

whatsapp logo
Nirajana Nag
Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই