whatsapp channel

আমার ছেলে-মেয়েরা হাউহাউ করে কেঁদেছে: ইমন চক্রবর্তী

ইমন চক্রবর্তী (Iman Chakraborty) ও ট্রোলিং সমার্থক হয়ে গিয়েছে। তিনি যাই করেন, তাঁকে ট্রোলিং-এর সম্মুখীন হতে হয়। সোমবার বিকালে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ট্রোলারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইমন।

Avatar

HoopHaap Digital Media

ইমন চক্রবর্তী (Iman Chakraborty) ও ট্রোলিং সমার্থক হয়ে গিয়েছে। তিনি যাই করেন, তাঁকে ট্রোলিং-এর সম্মুখীন হতে হয়। সোমবার বিকালে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ট্রোলারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইমন।

লাইভের শুরুতেই না জানিয়ে অনলাইন আসার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন ইমন। এরপরেই তিনি জানান, রবিবার সকালে ‘আকাশ আট’ চ্যানেলের ‘গুড মর্নিং আকাশ’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ইমন। তাঁর কিছু শিক্ষার্থীও ছিলেন তাঁর সাথে। একসাথে গান পরিবেশন করেছিলেন তাঁরা। অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়ায় ‘আকাশ আট’-এর অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছিল। কিন্তু সেখানে কমেন্ট বক্সে আসতে থাকে একের পর এক বিরূপ মন্তব্য। যা দেখে লাইভে এসে ক্ষোভ প্রকাশ করার সিদ্ধান্ত নেন ইমন।

ইমন জানিয়েছেন, যে অকথ্য ভাষায় তাঁর শিক্ষার্থীদের অপমান করা হয়েছে, তা একজন শিক্ষিকা হিসাবে তাঁর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ইমন প্রথমে বিষয়টিকে পাত্তা না দেওয়ার কথা ভাবলেও নিজের সন্তানসম শিক্ষার্থীদের কথা ভেবে তিনি প্রতিবাদ করবেন বলে মনস্থির করেন। ইমন প্রশ্ন তুলেছেন, যে বা যারা তাঁর ও তাঁর ছাত্রছাত্রীদের সুর , তাল নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁরা কতটা গান বোঝেন, সেই বিষয়ে তাঁর সন্দেহ রয়েছে।

ফেসবুক লাইভে নাম না করে ইমন নিজের ঘনিষ্ঠ এক ব্যক্তির প্রোফাইল লিঙ্ক লাইভে শেয়ার করে দিয়ে বলেছেন, ওই ব্যক্তি তাঁকে শ্মশানে গান গেয়েছে বলে অপমান করেছেন। ইমন জানান, তাঁর স্থানে অন্য কেউ ছাত্রছাত্রীদের নিয়ে গেলেও একই কান্ড ঘটত। এই ধরনের মানুষরা নতুন প্রতিভাদের এগোতে দিতে চান না। ইমনের দৃঢ় বিশ্বাস, তাঁর অবর্তমানে এই ছাত্র-ছাত্রীরাই একদিন নিজের নাম তৈরি করবেন। তবে ইমনের অনুরাগীদের একাংশ লাইভে এসে ইমনের প্রশংসা করে আকাশ আটের অনুষ্ঠানকে অনবদ্য বলেছেন। অনেকে বলেছেন, শারীরিক দুর্বলতার সময় এইসব বিষয় নিয়ে মাথা না ঘামাতে।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media