Hoop PlusTollywood

Nripen Ganguly: প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক নৃপেন গঙ্গোপাধ্যায়, শোকস্তব্ধ টলিউড

নৃনবিনোদন জগতে ঘটে চলেছে একের পর এক নক্ষত্রপতন। গত বছর সবাইকে ছেড়ে অন্তিম লোকে পাড়ি দিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), মনু মুখার্জী (Manu Mukherjee) সহ একাধিক কিংবদন্তী। রহস্যময় মৃত্যুর শিকার হয়েছেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। চলতি বছরে চলে গিয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। অকালপ্রয়াণ ঘটেছে সিদ্ধার্থ শুক্লা(Siddharth Shukla)-র। মৃত্যু হয়েছে শ্রাবণ রাঠোর (Sharavan Rathor), দিলীপ কুমার (Dilip Kumar) সহ অগুণতি তারকার। এবার প্রয়াত হলেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক নৃপেন গঙ্গোপাধ্যায় (Nripen Ganguly)।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন নৃপেনবাবু। ধরা পড়েছিল ক্যান্সার। উপরন্তু, দিন কয়েক আগে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও শেষরক্ষা হল না। শনিবার রাত ন’টা নাগাদ চুরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তী পরিচালক। রবিবার ভোরে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত‍্য সম্পন্ন হয়। সহকর্মীদের কাছে ‘ন‍্যাপাদা’ নামে পরিচিত নৃপেনবাবুর মৃত্যুতে টলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

1927 সালের 15 ই অগস্ট অবিভক্ত ভারতবর্ষের ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন নৃপেনবাবু। পরবর্তীকালে পার্টিশনের পর ফরিদপুর পূর্ব পাকিস্তানের অধীনে আসে যা একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ নামে এক স্বাধীন রাষ্ট্র হয়ে যায়। ফরিদপুরেই ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করার পর কলকাতায় চলে আসেন নৃপেনবাবু। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্য নিয়ে স্নাতক হন তিনি। দীর্ঘদিন বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নৃপেনবাবু। 1956 সালে হীরেন বসু (Hiren Basu) পরিচালিত ফিল্ম ‘একতারা’-তে সহকারী পরিচালক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন নৃপেনবাবু। ‘রাজধানী থেকে পালিয়ে’, ‘অভিযান’ সহ বেশ কয়েকটি ফিল্মের পাশাপাশি তিনি ‘মেজদিদি’, ‘অন্তর্জলি’-র মতো টেলিফিল্ম পরিচালনা করেছিলেন।

1984 সালে ‘ভোম্বল সর্দার’ ফিল্মের জন্য ছোটদের ছবির বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছিলেন নৃপেনবাবু। এরপরেই ফিল্মটি দ্বিতীয় বাংলা ফিল্ম হিসাবে বার্লিন চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছিল। নৃপেনবাবুই ছিলেন বার্লিনজয়ী দ্বিতীয় বাঙালি। এছাড়াও বহু তথ্যচিত্র বানিয়েছেন তিনি। পরিচালক মৃণাল সেন (Mrinal Sen)-এর উপর তাঁর বানানো একটি তথ্যচিত্র ফিল্ম মহলে সমাদৃত হয়েছিল। এছাড়াও বিখ্যাত কিছু উপন্যাস নিয়ে ফিল্ম বানিয়েছিলেন নৃপেনবাবু। নিখুঁত ভাবে তুলে ধরেছিলেন সেই সময়ের গল্প। কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকও পরিচালনা করেছিলেন তিনি। তবে নিজেকে লাইমলাইট থেকে দূরে রেখে সাদা-মাটা জীবন যাপন করতে পছন্দ করতেন নৃপেনবাবু। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন টলিউডের একাধিক ব্যক্তিত্ব।

Related Articles