whatsapp channel
Hoop Life

Skin Care Tips: চোখের তলার কালি কিছুতেই যাচ্ছে না! কাজে লাগান ৫টি ঘরোয়া টোটকা

চোখের কোণে কালি পড়ছে? এই কালি যদি দূর করতে চান তাহলে ব্যবহার করুন প্রাকৃতিক উপাদান আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনি আপনার চোখের কালি দূর করতে পারবেন, তবে সবার আগে জানতে হবে, চোখে কেন কালি পড়ছে? অনেক সময় অতিরিক্ত মানসিক বয়স থেকে চোখের কোণে কালি পড়ে সে ক্ষেত্রে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন নিয়মিত অনুলোম বিলোম প্রাণায়াম করুন এতে কিন্তু চোখ অনেক ভালো থাকে।

১) গ্রিন টির মধ্যে তুলো ভিজিয়ে এই দুটো চোখের উপরে ভালো করে দেখে অন্তত ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন, এতে চোখের তলার কালি দূর হবে।

২) আলুর রসের মধ্যে তুলো দিয়ে যদি চোখের উপরে অন্তত ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু চোখের কোণে কালি দূর হবে।

৩) শসার রসের মধ্যে তুলো দিয়ে চোখের ওপরে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিলেও চোখের কোণে কালি একেবারে হয়ে যাবে।

৪) চোখের তলার কালি দূর করতে আন্ডার আই ম্যাসাজ করুন, আর একাজ করতে পারলে আপনার চোখের তলার কালি দূর হয়ে যাবে।

৫) চোখের তলার কালি দূর করতে সাহায্য করে টমেটোর রস টমেটো রসের মধ্যে খুব ভালো করে তুলো দিয়ে চোখের চারিদিকে ভালো করে ম্যাসাজ করুন, তবে খেয়াল করবেন যে এই রস যেন কোনভাবেই না চোখের ভেতরে ঢুকে যায়। যাদের টমেটোর রস সহ্য হয় না, তারা এর বদলে ব্যবহার করতে পারেন, নারকেল তেল। নারকেল তেল রাতে শুতে যাওয়ার সময় চোখের চারিদিকে ভালো করে ম্যাসাজ করে শুয়ে পড়ুন।

whatsapp logo