Hoop Life

প্রতিদিন কমবেশি মেকআপ করেন! ত্বক বাঁচাতে হাতে তুলে নিন ঘরোয়া উপাদান

কাজ করতে যাওয়ার জন্য যদি আপনাকে প্রতিদিন নিয়মিত চড়া মেকআপ করতেই হয় তাহলে অবশ্যই বাড়িতে এসে হাতে তুলে নিন প্রাকৃতিক উপাদান।

নিয়মিত ত্বক পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন কাঁচা দুধ অথবা বেসন অথবা গোলাপজল ।ত্বক ময়েশ্চারাইজড করার জন্য ব্যবহার করতে পারেন টকদই অথবা ফ্রেশ ক্রিম অথবা দুধের সর কিংবা নারকেল তেল।

টোনার হিসেবে লাগাতে পারেন শসার রস কিংবা গ্রিন টি অথবা গোলাপজল। অন্তত একবার করে সপ্তাহে যদি স্ক্রাবিং করা হয় তাহলে ত্বক পরিষ্কার থাকে, এর জন্য নিতে পারেন কফি পাউডার অথবা চালের গুঁড়ো অথবা ওটস গুঁড়ো করা, এর মধ্যে যেকোনো একটি উপাদানকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকে প্রয়োগ করতে পারলেই ত্বকের পুরনো জেল্লা ফিরে আসবে।

সবশেষে রাতে শুতে যাওয়ার সময় এক চামচ গ্লিসারিন এর সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ভালো করে মুখে লাগিয়ে শুয়ে পড়ুন। অসাধারণ নাইট ক্রিম হিসাবে এটি কাজ করে।

Related Articles