শরীরের অবাঞ্ছিত আঁচিল দূর করুন ৫টি প্রাকৃতিক উপায়ে
অনেক সময় গলার কাছে উঁচু উঁচু আঁচিল থাকে অথবা শরীরের অনেক জায়গাতেই আঁচিল হতে পারে। আঁচিল সৌন্দর্য নষ্ট করে শুধু তাই নয় শরীরের উপরে যদি আঁচিল হয় তাহলে বুঝতে হবে শরীরের ভিতরে কোন সমস্যা দানা বেঁধেছে। যদি অতিরিক্ত থাকে তাহলে অবশ্যই কোন হোমিওপ্যাথি চিকিৎসকের সাহায্য নিন। তার আগে বাড়িতে থেকেই এই পাঁচটি ঘরোয়া উপাদান চেষ্টা করে দেখতে পারেন সহজেই কাজ দেবে।
১) রসুনের কোয়া -»
রাতে শুতে যাওয়ার সময় কয়েকটা রসুনের কোয়া ভালো করে থেঁতো করে নিয়ে আঁচিলের ওপরে রেখে দিয়ে যদি সেলোটেপ অথবা কোন ব্যান্ডেজ দিয়ে ভালো করে আটকে দিতে পারেন, সকালবেলা উঠে এটি অবশ্যই খুলে দেবেন। এমন পরপর চার পাঁচদিন করতে হবে। রসুনের মধ্যে থাকা গরম খুব সহজেই আঁচিলকে খসিয়ে দিতে সাহায্য করে।
২) আলুর রস -»
একই পদ্ধতিতে রাতে শুতে যাওয়ার সময় বা দুপুরবেলা রেস্ট নেওয়ার সময় অথবা সারাদিনে কোন একটি সময় আলুর রস থেঁতো করে এই আঁচিলের উপরে লাগিয়ে রাখতে পারলে এবং নিয়মিত করতে পারলে বেশ উপকার পাওয়া যায়।
৩) হলুদ -»
কাঁচা হলুদ আঁচিল সারাতে খুবই সাহায্য করে। কাঁচা হলুদ এবং ক্যাস্টর অয়েল ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে যদি আঁচিলের উপরে ২৪ ঘণ্টা লাগিয়ে রাখা যায় তাহলে আঁচিল খসে পড়ে যায়।
৪) অ্যাপেল সাইডার ভিনিগার -»
অনেক সময় গলার কাছে উঁচু উঁচু আঁচিল থাকে অথবা শরীরের অনেক জায়গাতেই আঁচিল হতে পারে। আঁচিল সৌন্দর্য নষ্ট করে শুধু তাই নয় শরীরের উপরে যদি আঁচিল হয় তাহলে বুঝতে হবে শরীরের ভিতরে কোন সমস্যা দানা বেঁধেছে। যদি অতিরিক্ত থাকে তাহলে অবশ্যই কোন হোমিওপ্যাথি চিকিৎসকের সাহায্য নিন। তার আগে বাড়িতে থেকেই এই পাঁচটি ঘরোয়া উপাদান চেষ্টা করে দেখতে পারেন সহজেই কাজ দেবে।
৫) কলা -»
কলা খেয়ে আমরা সব সময় কলার খোসা ফেলে দি। কিন্তু আমরা জানিনা কলার খোসার মধ্যেও রয়েছে অসাধারণ উপাদান যা দিয়ে সহজেই আপনি আঁচিলকে দূর করতে পারবেন। রাত্রেবেলা শুতে যাওয়ার সময় একটি কলার খোসা আঁচিলের উপরে ভালো করে আটকে কোন চাপা দিয়ে যদি রাখতে পারেন সকালবেলা উঠে দেখবেন আঁচিল অনেকটা আলগা হয়ে গেছে।