Lifestyle: সারাবছর গাছে পাবেন প্রচুর পেঁপে, শিখে নিন চাষের পদ্ধতি
বাড়িতে কমবেশি বাগান করার শখ প্রত্যেকেরই আছে। একটুকরো বাগান থাকলে মন্দ কি। সকালবেলা ঘুম থেকে উঠে বাগানে ঘুরে বেরিয়ে যদি কিছু শাক সবজির সংগ্রহ করে রান্নাঘরে রান্না করতে পারেন, এর থেকে বেশি আনন্দের বোধহয় আর কিছু হয়না। আমাদের Hoophaap এর পাতায় জেনে নিন পেঁপে চাষ করার সহজ পদ্ধতি।
১) উপযুক্ত পরিচর্যা করে প্রায় সমস্ত ধরনের মাটি বা জমিতে পেঁপে চাষ করা যায়, তবে সেক্ষেত্রে একটুখানি উঁচু জমি হলেই ভালো হয়।
২) যদি একসঙ্গে অনেকগুলো চারা লাগানো হয়, তাহলে প্রত্যেকটির চারার মাঝে দূরত্ব রাখুন প্রায় ২ মিটার এর কাছাকাছি।
৩) দো-আঁশ মাটি, বালি, গোবর পচা সার, নিমপাতার খোল খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিন এবং মাটির মধ্যে এই মিশ্রণটি দিয়ে ভালো করে গাছের উপযুক্ত খাবার তৈরি করুন। প্রথমে বীজ টবের মধ্যে লাগাতে পারেন, ২০ থেকে ২৫ দিন পরেই তারা গাছের মধ্যে খানিকটা ইউরিয়া স্প্রে করে দিন, তাতে চারা গাছের বৃদ্ধি হবে।
৪) মোটামুটি চারার বয়স যখন দেড় থেকে দুই মাস হবে। তখন টব থেকে নিয়ে মাটিতে রোপন করে দিন, রোপন করার সময় মাটি ভালো করে খুঁড়ে নেবেন। খেয়াল রাখবেন, মাটির জল নিকাশি ব্যবস্থা যেন খুবই ভালো থাকে।
৫) নরম গাছ যাতে ঝড়ে বা হাওয়ায় পড়ে না যায়, তাই গাছের সঙ্গে একটি বাঁশের লাঠি বা কঞ্চি দিয়ে আটকে রাখুন।
৬) মাটিতে জল নিকাশি ব্যবস্থাকে ভালো রাখতে হবে। প্রয়োজনে গাছের পাশে নালা কেটে দিন। অতিরিক্ত জল যাতে বেরোতে পারে।
৭) মাঝে মাঝে সরষের খোল পচা সার গাছের গোড়ায় দিয়ে দিন, এতে গাছের পুষ্টি হবে।