Garden Tips: ইনডোর প্লান্টে পিঁপড়ের উৎপাত কিংবা পাতা হলুদ হয়ে যাচ্ছে! যত্ন নিন এইভাবে
আপনাকে বাড়িতে গাছ লাগানোর খুব শখ? তাহলে গাছ বসিয়েই বাড়িতে একেবারে সুন্দর করে তুলতে পারেন, অথবা বাড়ির বাইরে যদি জায়গা না থাকে, তাহলে আপনি বাড়ির ভিতরে সুন্দর সুন্দর গাছ লাগিয়ে আপনার ঘরকে অনেক সুন্দর করে সাজাতে পারেন। গাছ লাগানোর সময় আপনাকে কতগুলো নিয়ম মেনে চলতে হবে, এই নিয়ম আপনি যদি মেনে চলেন, তাহলে গাছ লাগানোর সময় আপনার কোনো সমস্যাই হবে না। অনেক সময় গাছে ছোট ছোট পোকা হয় বা গাছের পাতা হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে গাছ মরে যেতে পারে।
বর্ষার শুরুতেই আপনার পছন্দের গাছগুলিতে পিঁপড়েরা বাসা বাঁধতে পারে, তারা কিন্তু গাছের গোড়া নষ্ট করে গাছকে মেরেও ফেলতে পারে, তাই প্রথমেই যখন দেখবেন যে গাছের গায়ে সাদা সাদা ফেনার মতো এমন কিছু দেখতে পাচ্ছেন, তার আগে থেকেই আপনাকে ব্যবস্থা নিতে হবে। প্রতিটি টবের পাশাপাশি অল্প করে গ্যামাক্সিন ছড়িয়ে দিতে পারেন কিংবা জলের মধ্যে সাবান জল খুব ভালো করে গুলে নিয়ে এই মিশ্রণটিকে আপনারা গাছের ওপর ঢেলে দিতে পারেন। জলে হলুদ গুলে সেই জল চারিদিকে স্প্রে করতে পারেন কিংবা একটি জলের মধ্যে রসুন ভালো করে থেঁতো করে সারা রাত ভিজিয়ে রেখে তার মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে রাখুন, আর এই মিশ্রণটি গাছে স্প্রে করে ফেলুন, তাহলেও কিন্তু পিঁপড়ে চলে যাবে।
এই ভাবেই বর্ষার শুরু হওয়ার মুখে মুখেই গাছের যত্ন নিন। না হলে কিন্তু গাছে পিঁপড়ে ধরে গাছের পাতা নষ্ট হয়ে যাবে। এমন কি গাছ মারাও যেতে পারে, আর এমন যদি ছোট ছোট টিপস আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু যে কোনো শক্ত কাজই খুব সহজ হয়ে যাবে, আর তার জন্য আপনাদের চোখ রাখতে হবে আমাদের Hoophaap এর পাতায়।