Lifestyle: বাড়িতে লেজকাটা টিকটিকি দেখা কিসের ইঙ্গিত দেয়!
বাড়িতে টিকটিকি থাকা কি শুভ অনেকেই বলবেন হ্যাঁ আবার অনেকেই বলবেন না কিন্তু বাস্তুবিশেষজ্ঞরা বলছেন, বাড়িতে টিকটিকি থাকা শুভ টিকটিকি আপনার অনেক কিছুকে পরিবর্তন করতে পারেন টিকটিকি ছাড়া বাড়ি তো সত্যিই খুঁজে পাওয়া যায় না, কিন্তু বাড়িতে টিকটিকি থাকলে আপনার ঠিকই উপকার হতে পারে চটপট জেনে নিন আমাদের Hoophaap এর পাতায়।
তবে সম্প্রতি মধ্যপ্রদেশে একটি তিনটি লেজওয়ালা টিকটিকির খোঁজ পাওয়া গেছে। এখানে বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি অবাস্তব কিছু নয় বা বিরল ঘটনা নয়। কিন্তু খুব স্বাভাবিক। তবে খুব কম দেখা যায়, এমনটা হতেই পারে। টিকটিকি সাধারণত শত্রুদের দ্বারা যখন আক্রমণ হয়, তখন সে তার লেজটা খসিয়ে দেয়, তারপরে তার জায়গায় নতুন লেজ পাওয়া যায়। সেক্ষেত্রে একসঙ্গে তিনটে লেজ গজাতে পারে। তবে আর দেরি না করে চটপট জেনে নিন আপনার বাড়িতে টিকটিকি থাকার মাহাত্ম্য।
বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি টাকা গোনার সময় বা টাকা রাখার সময় টিকটিকি টিক টিক করে আওয়াজ শুনতে পান, তাহলে বুঝতে পারবেন আপনার অর্থ ভাগ্য ফিরে যাবে।
ঘরে যদি মরা টিকটিকি থাকে বা মরা টিকটিকি দেখতে পান, তাহলে এটি কিন্তু আপনার জন্য একেবারেই সুখ নয়। তাই তাড়াতাড়ি টিকটিকিকে কোন মাটির মধ্যে পুঁতে দিন।
কোন কাজে যাওয়ার আগে বা কোন পরীক্ষায় যদি সফল হতে চান, তার আগে যদি দেখেন কোন দুটো টিকটিকি মারামারি করছে তাহলে কিন্তু সাবধান হয়ে যাবেন, তাহলে কিন্তু এটি আপনার জন্য অশুভ সংকেত বয়ে আনবে।
যদি আপনার গায়ে টিকটিকি পড়ে, তাহলে বুঝবেন আপনি সম্মানিত হতে চলেছেন খুব তাড়াতাড়ি। এই কারণেই বাস্ত বিশেষজ্ঞরা বলছেন, ঠিকই আপনার জন্য অত্যন্ত শুভ, তাই বাড়িতে যদি টিকটিকি থাকে, টিকটিকিকে মেরে ফেলবেন না, এছাড়াও টিকটিকি ছোট ছোট পোকামাকড় খেয়ে আপনার ঘরের পরিবেশকে অনেক ভালো রাখে।
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।