VIDEO: আম্রপালীকে জড়িয়ে ধরে উদ্দাম ঘনিষ্ঠতা নিরাহুয়ার, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না
দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া এক অন্যতম ভোজপুরী অভিনেতা। তবে শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই তাকে তার ফ্যান আছেন, এমনটা কিন্তু নয়, কারণ ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন জায়গায়। তাহলেই বোঝা যাচ্ছে, শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, ছত্রিশগড় নয় সারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার ফ্যান। ভোজপুরী সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব এর সিনেমা অথবা ভিডিও ইউটিউবে দেওয়ার পরই তার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়, এতটাই জনপ্রিয় এই নায়ক।
ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র নতুন গান এর ভিডিও না, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরী সিনেমা জগতের তিনি থাকলেই যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট হয়ে যায়। তার মত তারকা এই ভোজপুরি সিনেমা জগতে খুব একটা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটি গান ইউটিউবে একেবারে সুপার-ডুপার হিট তবে দেরি না করে আমাদের পেজেও দেখে ফেলুন তার অসাধারণ রোমান্টিক সং।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, নিরাহুয়ার সঙ্গে অসাধারণ অভিনয় করেছেন আম্রপালী। ভিডিওতে আম্রপালীর পরনে কখনও রয়েছে নীল রঙের সুন্দর কাজ করা শাড়ি ও আবার কখনও রয়েছে লাল রঙের শাড়ি। ওদিকে দীনেশের পরনে রয়েছে কুর্তা ও প্যান্ট। ‛Nirahua Entertainment’ (নিরাহুয়া এন্টারটেইনমেন্ট) নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। না জানে কাহো গালি গানের সাথে নেচেছেন। ৩ বছর আগের পুরোনো ভিডিওটি ২৯ লাখ মানুষ দেখেছেন। আর লাইক করেছেন ৬৮ হাজার মানুষ।
ভোজপুরী সিনেমার সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া এবং আম্রপালী দুবের জুটি সবচেয়ে রোমান্টিক জুটি হিসেবে পরিচিত। তারা একসঙ্গে ‛নিরহুয়া হিন্দুস্তানি’, ছাড়াও ‛পাটনা সে পাকিস্তান নিরহুয়া রিকশাওয়ালা-২’, ‛বেটা’, এর মতো সুপারহিট ভোজপুরী সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের ভিডিও দেখে পাগল ভক্তরা। দেখে নিন অসাধারণ ভিডিও –