Hoop VideoHoop Viral

ফুলশয্যার রাতে রিঙ্কুর বুকে মাথা রেখে রোমান্স করলেন নিরাহুয়া, ভিডিও দেখে হইচই পড়ে গেল দর্শক মহলে

ভোজপুরী সিনেমা জগতের অন্যতম সুপারস্টারগুলির দীনেশ লাল যাদব। তবে তিনি সকলের কাছে নিরাহুয়া নামেই পরিচিত। আর এক একটি ছবি ইউটিউবে আসার পরেই একেবারেই সকলের যেন ঝাঁপিয়ে পড়েন সেই ছবিটি দেখার জন্য। মুহূর্তের মধ্যেই ছবিটি একেবারে ভাইরাল হয়ে যায়। তবে শুধুমাত্র নতুন গানই নয়, অনেক পুরনো দিনের যে ভিডিওগুলো ইউটিউবে থাকে, সেগুলো কিন্তু এখনো বেশ জনপ্রিয়তা আছে তার। ভোজপুরী সিনেমার জগতে দীনেশ লাল যাদব যেন এক উজ্জ্বল নক্ষত্র।

বর্তমানে ভোজপুরী সিনেমাকে একেবারে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছেন দীনেশ লাল যাদব। তবে শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই তাকে তার ফ্যান আছেন, এমনটা কিন্তু নয়, কারণ ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন জায়গায়। তাহলেই বোঝা যাচ্ছে, শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, ছত্রিশগড় নয়, সারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার ফ্যান। ভোজপুরী সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে দেওয়ার পরই তার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এতটাই জনপ্রিয় এই নায়ক।

ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র নতুন গান এর ভিডিও না, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরী সিনেমা জগতের তিনি থাকলেই যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট হয়ে যায়। তার মত তারকা এই ভোজপুরী সিনেমা জগতে খুব একটা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটি গান ইউটিউবে একেবারে সুপার-ডুপার হিট তবে দেরি না করে আমাদের পেজেও দেখে ফেলুন তার অসাধারণ রোমান্টিক সং। একটার পর একটা হিট সিনেমা দিয়েছেন আম্রপালি দুবে, অক্ষরা সিং, মোনালিসা ইয়ামিনি সিং, রিংকু ঘোষ আরো অনেকের সঙ্গে।

saiyan laika niyan এই গানের সঙ্গে ফুলশয্যার রাতে দুর্দান্ত কায়দায় রোমান্স করলেন নিরাহুয়া আর রিঙ্কু ঘোষ। তাদের অসাধারণ এই রোমান্টিক ভিডিওটি প্রায় 2019 সালে, এত বছর আগে Ishtar Bhojpuri নামের একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি পৌঁছে গেছে সকলের কাছে। এখানে রিঙ্কু ঘোষকে দেখা গেছে একটি লাল রঙের লেহেঙ্গা চলিতে তিনি সেজে উঠেছেন। অন্যদিকে নিরাহুয়া পরেছেন ঘিয়ে রংয়ের একটি শেরওয়ানি। কোনভাবে নিরাহুয়া নেশাগ্রস্থ হয়ে আছেন তাকে বাটিতে করে দুধ খাইয়ে দিচ্ছেন রিঙ্কু ঘোষ। ভিডিওটি দেখে তোলপাড় হয়েছে অনুরাগীদের মনে। গানটি গেয়েছেন কল্পনা। সিনেমার নাম রাখওয়ালা। আপনিও দেখে নিন এক ঝলক –