Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2021/02/PicsArt_02-18-03.55.11_5959-scaled-1440x1440.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592

Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2021/02/PicsArt_02-18-03.55.11_5959-scaled-1440x1440.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592

Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2021/02/PicsArt_02-18-03.55.11_5959-scaled-1440x1440.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592
Hoop PlusHoop TrendingTollywood

পদ্ম শিবিরে নাম লেখালেন যশ দাশগুপ্ত, দিলীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক টুইট নুসরতের

যশের কমল বনে প্রবেশ ভালো মনে নেননি যশের চর্চিত বান্ধবী নুসরত জাহান। যশ যে বিজেপিতে যোগ দেবেন তা নাকি জানতেনই না তৃণমূল সাংসদ নুসরাত জাহান। সম্প্রতি বিজেপি’র ঘরে প্রবেশ করেই যশ দাশগুপ্ত মিডিয়ায় সকলের উদ্দেশ্যে বলেন যে তিনি বিজেপিতে যোগদান করলেও নুসরতের সঙ্গে তাঁর বন্ধুত্বে কোনো প্রভাব পড়বে না। এছাড়াও যশ আরও যোগ করে বলেন ‘আমি আজ বিজেপিতে যোগদান করছি সেকথা নুসরতকে জানাইনি। তাছাড়া আমাদের বন্ধুত্ব অভিনয়কে ঘিরে। রাজনীতিতে আসা মানুষের কাজ করার জন্য। আমার আরেক বন্ধু মিমিও তৃণমূলের সাংসদ। যে যার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী রাজনীতি করে। এক বাড়িতে স্বামী – স্ত্রীও আলাদা রাজনৈতিক দলের সদস্য হতে পারেন। বন্ধুত্বের মধ্যে রাজনীতি না ঢোকানোই ভাল।’

 

View this post on Instagram

 

A post shared by Yash (@yashdasgupta)

এদিকে গত বুধবার বিজেপিতে পদার্পণ করার পরেই সোশ্যাল মিডিয়ায় ফুঁসে ওঠেন সাংসদ নুসরত জাহান। এদিন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ট্যুইট করে লেখেন, ‘‘তৃণমূলের লোকেরা বলে তাদের নেত্রী মহিলা বলে তাঁকে আক্রমণ করা হয়৷ কিন্তু আপনারাই বলুন, একজন মেয়ে হয়ে উনি আরেকজন মেয়ের দিকে আঙুল তুলতে পারেন কী করে? এ রাজ্যে ধর্ষণ হলে দিদিমণি ক্ষতিপূরণের মূল্য বেঁধে দিয়েছেন ২০ হাজার, ৪০ হাজার, ৫০ হাজার টাকা৷ কোনও দিন ভেবেছিলেন আমাদের মা-বোনেদের ইজ্জত এ ভাবে রাস্তায় বিক্রি হবে?’’

এরপরেই তৃণমূল সাংসদ নুসরত অর্থাৎ যশ দাশগুপ্তর চর্চিত বান্ধবী মেজাজ হারিয়ে দিলীপ ঘোষের উপর নিজের রাগ উগরে দেন। তিনি পাল্টা ট্যুইট করে লেখেন,‘‘আমাদের লোকেরা ঠিক কাজ করেছে৷ ওই মহিলার ভাগ্য ভাল যে হেনস্থা ছাড়া তাঁর সঙ্গে অন্য কিছুই হয়নি।’’ এছাড়াও নুসরাত আরও যোগ করে বলেন, ‘‘প্রতিবাদ করলে ঠিক এই ভাবেই মহিলাদের চরিত্রহনন করা হয়।’’ মন্তব্যের শেষে তিনি লেখেন, ‘ফের একবার লজ্জাজনক মন্তব্য’।

প্রসঙ্গত, বছরের শুরু থেকেই যশের সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতা নিয়ে বেশ চর্চা শুরু হয়। পেজ থ্রি- র পাতা গরম হয় “নিখিল-নুসরত-যশ” এর ত্রিকোণ লাভ স্টোরি নিয়ে। অনেকের অনুমান নুসরত নিখিলকে ছেড়ে যশের কাছেই যাচ্ছেন। এমনকি ডিকশনারি সিনেমার প্রিমিয়ারের দিনও যশ ও নুসরত একসঙ্গেই যান। এরপর গসিপ বাড়তে থাকে, ঠিক তখনই যশের প্রবেশ পদ্মবনে। যেই ত্রিকোণ প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছিল সেই খানেই দমকা হাওয়া এসে গল্পের মোড় ঘুরিয়ে দেয়।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

Related Articles