whatsapp channel

Paayel Sarkar: অন্তর্বাস পরা অবস্থায় নিজেকে দেখেই অবাক হলেন পায়েল!

টলিউডের বর্তমান সময়ের সফল অভিনেত্রীদের তালিকায় প্রথমের সারিতে নাম থাকে অভিনেত্রী পায়েল সরকারের (Paayel Sarkar)। বিগত কয়েকবছর ধরেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তিনি। একাধিক 'হিট' ছবিতে তার অভিনয় মন জয় করেছে…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

টলিউডের বর্তমান সময়ের সফল অভিনেত্রীদের তালিকায় প্রথমের সারিতে নাম থাকে অভিনেত্রী পায়েল সরকারের (Paayel Sarkar)। বিগত কয়েকবছর ধরেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তিনি। একাধিক ‘হিট’ ছবিতে তার অভিনয় মন জয় করেছে দর্শকদের। তবে অভিনয় ছাড়াও নিজেকে নিয়ে বেশ ব্যস্ত থাকেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। প্রায়ই নানা রূপে, নানা সাজে, নানা অবতারে ভক্তদের ধরা দিয়ে থাকেন তিনি। কখনো যেমন সাবেকি লুকেও দেখা মেলে তার, কখনো পাশ্চাত্য পোশাকেও নিজেকে মেলে ধরেন, আবার বিকিনি বা মনোকিনির মতো খোলামেলা পোশাকেও ধরা দেন এই টলি-কুইন। আর তার সৌন্দর্যে প্রায়ই ঘায়েল হন নেটিজেনরা।

অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যতটা সক্রিয়, ততটাই তাকে নিয়ে সক্রিয় থাকে বেশ কিছু বিনোদন পেজ। সেখানে প্রায়ই অভিনেত্রীর ছবি ও ভিডিও নিয়ে চর্চা হয়। সম্প্রতি ‘বাংলা সোয়াগ’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর একটি ছবি পোস্ট করা হয়েছে। আর এই ছবিতে তাকে দেখা গেল খোলামেলা পোশাকে। অভিনেত্রীর পরণে ছিল কালো রংয়ের ট্রান্সপারেন্ট ফিতের অন্তর্বাস। পোশাকের ফাঁকে সুস্পষ্ট হয়েছে তার ক্লিভেজ। গলায় একটি সরু চেন ও পেন্ডেন্ট পরেছেন তিনি। মুখে মানানসই মেকআপ, খোলা চুলে নিজের থেকে আত্মজ তোলার সময়েই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

কালো ব্যাকগ্রাউন্ডের সামনে নিজের মোবাইল হাতে নিয়ে অবাক হয়ে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন অভিনেত্রী। আর তার এই লুকেই ঘায়েল হয়েছেন তার পুরুষ ভক্তরা। অনেকেই ছবিটির কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়। আবার অনেকেই তার রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তার জন্য সাজিয়েছেন শব্দমালা। আবার কেউ কেউ এই বয়সেও তার মারকাটারি ফিগার দেখেই ঘেমে নেয়ে একাকার হয়েছেন।

প্রসঙ্গত, বয়স চল্লিশ পেরোলেও এখনো অভিনয় জগতের সঙ্গে একইভাবে যুক্ত রয়েছেন অভিনেত্রী। আগামীতে পায়েল সরকাকে ‘পিরিয়ড’ ছবিতে দেখা যাবে। নাট্যকার শিশির ভাদুড়ির বায়োপিকে এবার দেখা যাবে অভিনেত্রীকে। আর এই ছবিতে অভিনয়ের ইচ্ছে প্রসঙ্গে তিনি জানান, ‘পিরিওড ছবির পাশাপাশি এটি একটি বায়োপিকও বটে। টলিউডের অনেক সময় বাজেটের অভাবে এই ধরনের ছবি তৈরি করা সম্ভব হয় না। কিন্তু এটির চিত্রনাট্য করার দিন থেকেই ছবিটার জন্য আমি প্রস্তুতি শুরু করেছিলাম।’

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা