জলের মধ্যে ঘনিষ্ঠ হলেন পবন-মোনালিসা, দুষ্টুমিতে ভরা ভিডিও গোপনে একা দেখুন

নব্বইয়ের দশকে আশুতোষ কলেজ থেকে স্নাতক হওয়ার পর মোনালিসা (Monalisa)বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-র সথে একটি ফিল্মে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু এরপরেই বলিউডে পাড়ি দেন মোনালিসা। সেখানে একটি হিন্দি ফিল্মে অভিনয়ের পর ভোজপুরি ফিল্মের প্রস্তাব আসে তাঁর কাছে। এরপর থেকে একের পর এক ভোজপুরি ফিল্মে অভিনয় করেছেন মোনালিসা। বঙ্গতনয়া হলেও উত্তর ভারতের দর্শকদের কাছে তিনিই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দরী নায়িকা। শুধুমাত্র ভোজপুরি ফিল্ম নয়, ভোজপুরি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন মোনালিসা।

তাঁর সাথে পবন সিং (Pawan Singh)-এর জুটি যথেষ্ট হিট ছিল। এই জুটির মিউজিক ভিডিও ‘দেবরা বড়া সতাভেলা’-র গান এখনও দর্শকদের যথেষ্ট পছন্দের। এই মিউজিক ভিডিওর গান ‘কি মার রঙ্গিলা বা’ যথেষ্ট জনপ্রিয়। চলতি বছরের 28 শে ফেব্রুয়ারি মিউজিক ভিডিওটি শেয়ার করা হয়েছে একটি ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। গানটি গেয়েছেন পবন সিং (Pawan Singh)। এখনও অবধি গানের ভিডিওর ভিউ সাড়ে তিন লক্ষ অতিক্রম করেছে। ওয়েভ মিউজিক কোম্পানি থেকে প্রকাশিত হয়েছে এই মিউজিক ভিডিওটি। তবে মিউজিক ভিডিওটি সম্ভবতঃ পুনরায় লঞ্চ করা হয়েছে। কারণ ভিডিওতে মোনালিসা ও পবনের চেহারার সাথে তাঁদের বর্তমান চেহারার মিল নেই।

গানের শুরুতে দেখা যায় লাল রঙের ব্রালেট ও লাল রঙের সিকুইনড স্কার্ট পরে পবনের দিকে এগিয়ে আসেন। পবনের পরনে রয়েছে লাল রঙের ফার ও সিকুইনের কারুকার্য করা শার্ট ও নীল ডেনিম ট্রাউজার। পবনকে আকর্ষণ করে মোনালিসার নাচ। একসময় দুজনে উদ্দাম নাচ শুরু করেন। গানের সুরে মোনালিসার যৌবনের প্রশংসা করেন পবন। তিনি বলেন, মোনালিসার যৌবন তাঁর মনকে রঙিন করে দিয়েছে। একসময় নায়ক-নায়িকার পোশাক পরিবর্তন হয়। পবনের পরনে দেখা যায় নীল রঙের চকচকে শার্ট ও সাদা ট্রাউজার। মোনালিসার পরনে রয়েছে নীল রঙের ব্রালেট ও একই রঙের শর্ট স্কার্ট। কিন্তু পলক ফেলতে না ফেলতেই দেখা যায় মোনালিসার পরনে সালোয়ার-কামিজ।

পবন মোনালিসাকে ভারতীয় পোশাকে দেখতে চান। লেকের জলে অন্তরঙ্গ হন তাঁরা। একসময় মোনালিসাকে জড়িয়ে ধরেন পবন। গানের শেষে নিজের ভালোবাসার প্রকাশ ঘটান পবন।