Post Office Account: বদলে যাচ্ছে পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম, এক্ষুনি জেনে নিন নতুন নিয়মগুলি
ভবিষ্যতের জন্য সঞ্চয় কেই না করতে চায়! তবে সঞ্চয়ের প্রসঙ্গ এলেই অধিকাংশ মানুষের মনে দানা বাঁধে ভয়। রাজ্যে ‘চিট ফান্ড কাণ্ডের’ স্মৃতি এখনো দগদগে। এমন অবস্থায় কেউ কেউ ঝুঁকি নিয়ে শেয়ার বাজারের দিকে পা বাড়ালেও বেশিরভাগ মানুষই এখনো ভরসা করেন নির্ভরযোগ্য সরকারি বিনিয়োগ সংস্থাগুলির উপর। আর সেক্ষেত্রে বেশ কিছু ব্যাঙ্ক যেমন রয়েছে, তেমনই রয়েছে পোস্ট অফিসের জনপ্রিয়তা। আর সেই জন্য পোস্ট অফিসে বিনিয়োগ অনেকেই পছন্দ করেন। কারণ পোস্ট অফিস যেমন নির্ভরযোগ্যতা প্রদান করে, তেমনই সেখানে নিশ্চিত ভালো রিটার্নের সুবিধাও রয়েছে বেশ কিছু স্কিমে।
তবে পোস্ট অফিসের অ্যাকাউন্টের নূন্যতম ব্যালেন্স নিয়ে সম্প্রতি গ্রাহকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ আগে পোস্ট অফিসের অ্যাকাউন্টে নূন্যতম ৫০ টাকা রাখলেও কোনো টাকা কাটতো না এই কারণে। তবে কিছুদিন ধরেই এই নূন্যতম ব্যালেন্স রাখা সত্ত্বেও গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ১০০ টাকা করে কেটে নেওয়া হচ্ছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে পোস্ট অফিসের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। একনজরে দেখে নিন সেইসব নিয়মগুলি।
◆ নূন্যতম ব্যালেন্স: পোস্ট অফিসের অ্যাকাউন্টের নূন্যতম ব্যালেন্স বাড়িয়ে এখন করা হয়েছে ৫০০ টাকা। অর্থাৎ অ্যাকাউন্টে ৫০০ টাকা না থাকলেই এখন থেকে চার্জ হিসেবে কেটে নেওয়া হবে ১০০ টাকা। যদিও এর আগে এই নূন্যতম ব্যালেন্স ছিল ৫০ টাকা।
◆ টাকা তোলার ফর্ম: টাকা তোলার ক্ষেত্রে এখন থেকে ৩ নম্বর ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এর আগে ২ নং ফর্ম জমা দিলেই পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যেত।
◆ জয়েন্ট অ্যাকাউন্টের নিয়ম: এখন থেকে পোস্ট অফিসের জয়েন্ট বা যৌথ অ্যাকাউন্টে তিনজন অংশীদার থাকা যাবে। যদিও আগে এটি ছিল সর্বোচ্চ ২ জনের অংশীদারিত্ব।
◆ সুদের গণনা: এখন থেকে মাসের দশম দিন থেকে মাসের শেষ অবধি ৪ শতাংশ সুদ দেওয়া হবে, যদি গ্রাহকের অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স থাকে। তবে গ্রাহকের মৃত্যু হলে তখন সুদের গণনা হবে বার্ষিক হারে।