মাসে ১১২৬ দিয়েই ১৩ লাখ টাকার রিটার্ন! ২০২৪ সালের সেরা সঞ্চয় প্রকল্প লঞ্চ করল পোস্ট অফিস

আজকালকার যুগে যদি কেউ ভালো টাকা রোজগার করে, তাহলে তাকে সঞ্চয়ও করতে হয়, কিন্তু সারা জীবন পরিশ্রম করার পরে অনেক সময় সঞ্চয় করা যায় না। পোস্ট অফিসে একটা স্কিম করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই লাখ লাখ টাকা জমাতে পারবেন। বর্তমান সময় দাঁড়িয়ে পোস্ট অফিসে বিভিন্ন স্কিম রয়েছে, তাতে আপনি যদি বিনিয়োগ করতে পারেন, তাহলে খুব ভালো পরিমাণের রিটার্ন পেয়ে যাবেন। পোস্ট অফিসে রয়েছে কিছু ইন্সুরেন্স এর প্ল্যান যেটা ম্যাচিওরড হলে আপনি ভালো পরিমাণে টাকা পেয়ে যেতে পারেন। তাই আর দেরি না করে চটপট দেখে নিন এই স্কিমের নাম হল পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম।

পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম

পোস্ট অফিসে গ্রামীণ ডাক জীবন বীমা (Rural Postal Life Insurance) বা RPLI এর একটি জনপ্রিয় ইন্সুরেন্স প্ল্যান হল পোস্ট অফিস গ্রাম সন্তোষ (Post Office Gram Santosh Scheme)। এটি একটি জীবন বীমা স্কিম, যা আপনার জীবনকে অনেকটা আনন্দ দিতে পারে আপনি প্রিমিয়ামের টাকা মাসিক, তিন মাস অন্তর, অর্ধ বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে জমা দিতে পারেন। এই স্কিমে আপনি প্রিমিয়ামের টাকা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে জমা করতে পারেন।

এই স্কিমের সুবিধাসমূহঃ

বয়সসীমা: এই স্কিমে বিনিয়োগ করার জন্য বয়স ন্যূনতম ১৯ বছর থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।

ইন্সুরেন্স কভারেজ: সর্বনিম্ন ইন্সুরেন্স কভারেজ ১০,০০০ টাকা আর সর্বাধিক ১০ লক্ষ টাকা।

মৃত্যু বেনিফিট: বীমাকারী ব্যক্তির মৃত্যুর পর নমিনি ইন্সুরেন্সের টাকা পাবেন। যদি কোনো নমিনি না থাকে, তবে আইনি উত্তরাধিকারী সেই টাকা পেতে পারেন।

লোন এর সুবিধা: ৩ বছর পূর্ণ হওয়ার পর আপনি এই স্কিমের অধীনে লোন নিতে পারবেন।

আত্মসমর্পণ সুবিধা: ৩ বছর পর আপনি ইন্সুরেন্স বন্ধ করে জমা করা টাকা পেতে পারেন। ৫ বছরের আগে আত্মসমর্পণ করলে বোনাস পাবেন না। ৫ বছর পর পলিসি সমর্পণ করলে বোনাস প্রদান করা হয়।

ইন্সুরেন্স কভারেজ ও ম্যাচুরিটির হিসাব দেখে নিন-

যদি, আপনার বয়স হয়, ২৫ বছর। আর আপনি ৫ লক্ষ টাকার ইন্সুরেন্স কভারেজ নিতে চান। পোস্ট অফিসের এই স্কিমের হিসাবটি দেখে নিন।

প্রিমিয়াম: প্রতি মাসে ১,১২৬ টাকা (৪.৮% GST সহ) জমা করে দিন।

ম্যাচুরিটি: ২৫ বছর থেকে ৬০ বছর পর্যন্ত, অর্থাৎ মোট ৩৫ বছর টাকা জমা করলে ১৩ লক্ষ ৪০ হাজার টাকা ম্যাচুরিটি পাবেন।

মোট জমা দেওয়া টাকা: ৫ লক্ষ টাকা।

বোনাস কত পাবেন: পোস্ট অফিস থেকে বোনাস পাবেন ৮ লক্ষ ৪০ হাজার টাকা।

Disclaimer: তবে সমস্ত স্কিম নেওয়ার আগে সে সম্পর্কে ভালোভাবে জেনে নিন, নাহলে পরবর্তীতে সমস্যার হতে পারে।