Hoop News

অল্প সময়েই ১৪ লাখ টাকা লাভের সুযোগ পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কীমে

এবার বয়স্ক ব্যক্তিদের জন্য পোস্ট অফিসগুলি একটি স্কীম এনেছে। এই স্কিমের আওতায় সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগকারীরা ৭.৪ শতাংশ হারে সুদ পান। আর এই স্কীমের আওতায় মাত্র কয়েক বছরে আপনি হতে পারবেন কোটিপতি। এই স্কীমে মাত্র পাঁচ বছরে ১৪ লক্ষ টাকার অধিকারী হওয়া যাবে।‌ কিভাবে এই স্কীমে টাকা পাওয়া যাবে, জেনে নিন –

কমপক্ষে ৬০ বছর বয়স হলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কীমের আওতায় অ্যাকাউন্ট খোলা যাবে। নিজের ইচ্ছেতে যেসমস্ত ব্যক্তিরা অবসর নিয়েছেন তাঁরাও এই স্কীমের আওতায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই স্কীমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে পরবর্তী পাঁচ বছরে ৭.৪ শতাংশ (যৌগিক) সুদের হারে টাকা ম্যাচিওর হওয়ার সময় মোট টাকা দাঁড়াবে ১৪ লক্ষ ২৮ হাজার ৯৬৪ টাকা। অর্থাৎ ১০ লক্ষ টাকার বিনিময়ে মাত্র পরবর্তী পাঁচ বছরে আরও ৪ লক্ষ ২৮ হাজার ৯৬৪ টাকা পাওয়া যাবে সুদ হিসেবে পাওয়া যাবে।

তবে এই স্কীমে স্বল্প টাকাও রাখা যাবে। আবার ১৫ লক্ষ টাকার অধিক রাখা যায় না। ১ লক্ষ টাকার বেশি অ্যাকাউন্ট খুললে একটি চেক দিতে হবে আপনাকে। এই স্কীমের মেয়াদ পাঁচ বছর হলেও বিনিয়োগকারী চাইলে তা আরও বাড়াতে পারে। স্কীমটিতে বিনিয়োগকারী চাইলে তাঁর স্ত্রী বা স্বামীর সঙ্গে যৌথ ভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন।

Related Articles