Post Office Scheme: বিনিয়োগ করলেই তরতরিয়ে বাড়বে টাকা, দারুন সুদ দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম
কর্মজীবনের রোজগার থেকে কিছু করে টাকা প্রতিদিন বা প্রতিমাসে সরিয়ে রাখার প্রক্রিয়াকে বলা হয় সঞ্চয়। আর এই সঞ্চয় থেকেই আসে বিনিয়োগের সূত্র। কারণ সঞ্চয়ের টাকা বাড়িতে ফেলে রাখা যেমন সুরক্ষিত নয়, তেমনই লাভজনকও নয়। এবার ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে এই টাকা রাখলে তাও সেভাবে লাভজনক হয়না। কারণ প্রায় সব রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কেই সেভিংস অ্যাকাউন্টে সুদের হার অনেকটাই কম। তাই লাভজনক কিছু স্কিমে বিনিয়োগ করলে তা থেকে লাভবান হওয়া যায়। তবে আজকাল বিনিয়োগের নানা বিকল্প রয়েছে। তার মধ্য থেকে সঠিক বিকল্প বেছে বিনিয়োগ করাটাই আজকাল চ্যালেঞ্জের কাজ।
বর্তমানে বিনিয়োগের ক্ষেত্রে বেশ কিছু ব্যাঙ্ক যেমন রয়েছে, তেমনই রয়েছে পোস্ট অফিসের জনপ্রিয়তা। এবার এই ভরসাযোগ্য কেন্দ্রীয় বিভাগ পোস্ট অফিস নিয়ে এল আকর্ষণীয় একটি স্কিম। যেখানে রয়েছে দারুন রিটার্ন পাওয়ার সুযোগ। পোস্ট অফিসে বিনিয়োগ অনেকেই পছন্দ করেন। কারণ পোস্ট অফিস যেমন নির্ভরযোগ্যতা প্রদান করে, তেমনই সেখানে নিশ্চিত ভালো রিটার্নের সুবিধাও রয়েছে বেশ কিছু স্কিমে। আর এই প্রতিবেদনে আপনাদের জানাবো পোস্ট অফিসের একটি আকর্ষণীয় সেভিংস স্কিম সম্পর্কে।
পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম হল একটি আকর্ষণীয় স্কিম। এই স্কিমটিও অনেকটা ফিক্সড ডিপোজিটের মতোই। এই স্কিমে বিভিন্ন ধরণের মেয়াদে টাকা বিনিয়োগ করা যায়। পোস্ট অফিসের এই স্কিমে ১ বছরের টাইম ডিপোজিটে টাকা জমা দেওয়া ৬.৯ শতাংশ, ২ থেকে ৩ বছর মেয়াদের টাইম ডিপোজিটে ৭ শতাংশ এবং ৫ বছর মেয়াদের টাইম ডিপোজিটে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
এবার এই স্কিমে সুদের হিসেব হয় চক্রবৃদ্ধি হারে। অর্থাৎ আপনি যদি এই স্কিমে ২ লক্ষ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদ বাবদ আপনি পাবেন ৮৯,৯০০ টাকা। পাশাপাশি, এই স্কিম ট্যাক্স বিধি 80C মেনে চলে। তাই এই স্কিম থেকে প্রাপ্ত রিটার্ন হয় করমুক্ত। অর্থাৎ এই সুদ পাওয়ার ক্ষেত্রে আপনাকে কোনরূপ আয়কর দিতে হবেনা। তাই বিশেষজ্ঞদের মতে সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে পোস্ট অফিসের এই টাইম ডিপোজিট স্কিমটি হল বেশি লাভজনক।