Hoop PlusTollywood

Prosenjit Chatterjee: বাবার মতো অভিনেতা নয়, ভবিষ্যতে কোন পেশায় যেতে আগ্রহী প্রসেনজিৎ পুত্র মিশুক!

সন্তানের ভবিষ্যত নিয়ে প্রায় প্রত্যেক মা বাবাই চিন্তার মধ্যে থাকেন। সন্তান বড় হয়ে কি করবে বা ওর নিজের কোন দিকে যাওয়ার ইচ্ছা, এসবই ঘোরাফেরা করে মনে। বাবা মায়ের অঢেল পরিশ্রমে গড়ে ওঠে একটি সন্তানের বর্তমান ও ভবিষ্যত। তেমনই, একজন বাবা হয়ে ছেলের জন্য ভাবা শুরু করেছেন ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, বুম্বা দা’র এক কন্যা ও এক পুত্র। কন্যার নাম প্রেরণা (Prerona Chatterjee) ও ছেলের নাম তৃষাণজিৎ (Trishanjit Chatterjee) ডাকনাম মিশুক। বুম্বা দা’র দুই সন্তানই লন্ডনের বাসিন্দা হয়ে গিয়েছেন একপ্রকার। কারণ দুজনেই লন্ডনে থেকে পড়াশুনো করছেন।

প্রসেনজিৎ নিজে একজন সফল মানুষ। তার কেরিয়ার গ্রাফ নিয়ে নতুন করে বলার কিছু নেই। এখনও পর্যন্ত বুম্বা দা হিট। তার অভিনয় দক্ষতা হোক বা সিনেমার ধরন দুইই পরিবর্তনশীল এবং দুইই দর্শকদের কাছে গ্রহণযোগ্য। এহেন অনেকেই ভাবেন হয়তো তার সুপুত্র অভিনয় জগতে আসবেন। কারণ, তৃষাণজিৎ হলেন স্টার কিড। সেলিব্রিটি কিড হয়ে অভিনয় জগতে আসাটাই স্বাভাবিক।

এই ব্যাপারে ছন্দ পতন করলেন অভিনেতা নিজে। প্রসেনজিৎ জানান যে তার ছেলে ভালো ফুটবল খেলে। এই একটা খেলার উপর ওর ভীষণ ঝোঁক। ছেলের কথা – “বাবা আমায় যদি ভারতের হয়ে ফুটবল খেলতে হয়, তা হলে ওখানে গিয়ে খেলতে হবে”। এদিকে আদর্শ বাবা হিসেবে ছেলেকে তিনি দেড়-দু’বছর সময় দেন। এই সময়ের মধ্যেই লড়াই করে খেলতে পারলে ভালো। যদি খেলার যোগ্যতা অর্জন করতে পারে ছেলে, তা হলে ঠিক আছে।

প্রসেনজিৎ জানান যে তার ছেলে স্পোর্টসম্যান হলে খুবই খুশি হবেন তিনি নিজেও। তবে অভিনয়ে আসতে চাইলে বাবার কথা শুনতে হবে। অনেক কিছু শিখতে হবে।

Related Articles