Hoop Life

Lifestyle: দীপাবলিতে বয়স্ক ও শিশুদের যেভাবে নিরাপদে রাখবেন

দীপাবলি’র সময় আলোয় আলোয় সেজে ওঠে গোটা দেশ। তিন দিন ব্যাপী থাকবে আলোর সাজ। আমরা জানি, দীপাবলি” কথার অর্থ “প্রদীপের সমষ্টি”। এদিন হিন্দুরা ঘরে ঘরে প্রদীপ, মোমবাতি জ্বালিয়ে মা লক্ষ্মীর আরাধনা করেন, সারা রাত জুড়ে হয় শ্যামা মায়ের পুজো। এই সময় চলে ধনতেরাস উৎসবও। পাশাপাশি, আরও একটি জিনিস এই সময় চলে, সেটি হল শব্দ বাজির ব্যাপক ব্যবহার।

কালীপুজোর আগে থেকেই দোকানে দোকানে বিক্রি হয় নানান ধরনের শব্দ বাজি। যদিও শব্দ বাজির প্রয়োগ নিয়ে বহুবার নিষেধাজ্ঞা এসেছে, কিন্তু কে কার কথা শোনে? এই সময় প্রায় সকল বয়সী ছেলে মেয়েরা শব্দবাজির আনন্দে মেতে ওঠে।আজকের প্রতিবেদনে সংক্ষেপে বলা হবে দীপাবলিতে বয়স্ক ও শিশুদের জন্য কোন কোন সতর্কবার্তা মেনে চলা উচিত।

১) শব্দ বাজি যারা ব্যাবহার করবেন তাদের অবশ্যই সুতির পোশাক পরিধান করতে হবে।

২) হাতের কাছে জল রাখতে হবে।

৩) নির্দিষ্ট দূরত্ব মেনে এই বাজির উৎসবে পা রাখতে হবে ।

৪) বাড়িতে বয়স্ক বা অসুস্থ বা ছোট্ট শিশু থাকলে এই সময় বিকেলের পর থেকে দরজা জানলা বন্ধ রাখা উচিত। বাইরের বিকট আওয়াজ যাতে ঘরে দ্রুত ছড়িয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ।

৫) প্রয়োজনে ঘরে মিউজিক সিস্টেম চালিয়ে রাখুন বা টেলিভিশন, যাতে করে শব্দবাজির ধুন্ধুমার আপনার কানে অস্বস্তি না বাড়ায়।

৬) ঘরে থাকার চেষ্টা করুন যদি ঘরে শিশু, বয়স্ক ও অসুস্থ কেউ থাকে। প্রয়োজনীয় ওষুধপত্র হাতের কাছে রাখুন।

Disclaimer: এই প্রতিবেদন কোনো ভাবেই শব্দ বাজির প্রয়োগকে উৎসাহ দিচ্ছে না। বরং এটা একটা সতর্কবার্তা।

whatsapp logo