কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে একমাত্র পুত্র প্রণীল (Pranil)-কে নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) উড়ে গিয়েছিলেন কাতারে। সেখান থেকে একাধিক ছবি শেয়ার করে কাতারের সৌন্দর্য তুলে ধরেছিলেন তিনি। রচনার শেয়ার করা ছবিতে শুধুমাত্র তাঁর বাঙালি অনুরাগীরাই নন, ভালোবাসা জানিয়েছিলেন ওড়িয়া অনুরাগীদের একাংশ। কারণ রচনা ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম মহিলা সুপারস্টার। বর্তমানে অবশ্য বড় পর্দা থেকে দূরে জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নং ওয়ান’-এর সঞ্চালনা নিয়েই ব্যস্ত তিনি। এই শোয়ের সেট থেকেই রচনা শেয়ার করলেন তাঁর মনের গোপন কথা।
সকলের মতো রচনার ইচ্ছা নিজের জীবনী লেখার। নিজের জীবনীর নাম রচনা দিতে চান ‘আমার মন’। তবে জীবনের কোনো অভ্যাস পরিবর্তন করতে চান না তিনি। রচনার মতে, জীবনের যাবতীয় ভুল থেকেই মানুষ শিক্ষা নেন। এক বছর আগে পিতৃহারা হয়েছেন রচনা। ভগবানের সাথে যদি কোনোদিন সাক্ষাৎ হয়, তাহলে জিজ্ঞাসা করবেন, কেন ঈশ্বর কেড়ে নিলেন তাঁর বাবাকে! ‘দিদি নং ওয়ান’-এর সেট থেকে আবারও নিজের মেয়েবেলায় ফিরতে চান রচনা। কারণ সেখানে থমকে রয়েছে বাবার সাথে তাঁর কাটানো সুন্দর সময়। রচনা স্বপ্ন দেখেন শাহরুখ খান (Shahrukh Khan), সলমান খান (Salman Khan)-দের সাথে অভিনয় করার। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-ও। বিগ বি-র সাথে হিন্দি ফিল্ম ‘সূর্যবংশম’-এ স্ক্রিন শেয়ার করেছিলেন রচনা।
রচনা নিজে সেলিব্রিটি হলেও এমন বেশ কিছু সেলেব রয়েছেন যাঁরা তাঁর ক্রাশ। সেলিব্রিটি ক্রাশের সাথে সাক্ষাৎ হলে রচনা আগেই সেলফি তুলতে চাইবেন তাঁর সাথে। কারণ রচনার কাছে তাঁর সেলেব ক্রাশের সাথে দেখা হওয়া অত্যন্ত স্পেশ্যাল।
বহু বিতর্ককে সঙ্গী করে এখনও রচনা সঞ্চালিত শো ‘দিদি নং ওয়ান’ সুপারহিট। পাশাপাশি রচনা খুলে ফেলেছেন তাঁর নিজস্ব শাড়ির ব্র্যান্ড ‘রচনা’স ক্রিয়েশন’। উদ্যোগপতি হিসাবেও যথেষ্ট সফল তিনি।
View this post on Instagram