Arpita Mukherjee: অর্পিতার পক্ষে কথা বলে বিতর্কে রাণা
রানা সরকারের পোস্ট ঘিরে বিতর্ক। ক্রিমিনাল কেস এবং অর্থ তছরুপ কেসে ফেঁসে যাওয়া অর্পিতা মুখোপাধ্যায় এর হয়ে ফেসবুক পোস্ট রানার। আর এতেই নেট জনতার কটূক্তির শিকার হলেন কনটেন্ট প্রযোজক রানা সরকার। কী লিখলেন প্রযোজক?
রানা মূলত পার্থ ঘনিষ্ঠ অর্পিতার হয়েই কিছু কথা প্রকাশ করেছেন। রানার কথায় স্পষ্ট যে অর্পিতা একজন ভালো অভিনেত্রী এবং প্রতিভা আছে। এছাড়াও সে পরিশ্রমী ও পারদর্শী। “অর্পিতা…আমাদের সঙ্গে একটা কাজ করেছিল ও, ২০১৪ সালে আমরাএকটি চ্যানেলের জন্য ব্যোমকেশ বক্সী সিরিজ বানিয়েছিলাম। তার ‘কহেন কবি কালিদাস’ গল্পে অভিনয় করেছিল। রীতিমত অডিশন দিয়ে কাস্টিং করা হয়েছিল ওকে…। ওড়িয়া ছবির প্রতিষ্ঠিত এক অভিনেত্রী, পরিশ্রমী, অভিনয়ে পারদর্শী মেয়েটি…। শুধুমাত্র অভিনয় পেশা থেকেই অনেক কিছু পাওয়ার ছিল ওর, কিন্তু হারিয়ে গেলো এই জগৎ থেকে , হয়তো নিয়তির টানে।” এরপর রানা এও লেখেন, ‘এরকম বহু অর্পিতা লুকিয়ে আছে আমাদের মধ্যে, সমাজ এদের আসল প্রতিভা থেকে দূরে সরিয়ে দিয়েছে, শুধু যে টাকা পয়সার লোভ সেটা না কিন্তু আর্থিক ও সামাজিক নিরাপত্তাহীনতা এটার অন্যতম কারণ বলে মনে হয় । খিল্লি আপনি করুন , মিম বানান , রাজনৈতিক বিশ্লেষণ করুন, কিন্তু একজন শিল্পী তাকে বাঁচিয়ে রাখা অথবা বিচার করার দায়ভার ইডি/সিবিআই-এর না, আমাদের সমাজের…’
অবশ্য, নেট জনতা রানার পোস্টের সদুত্তর দিয়েছে। মুখ দিয়ে বলা কথা রানা ফেরত না নিলেও নেট জনতা উচিৎ মন্তব্যে রানাকে এক হাত নেন।
কেউ লেখেন, “ওহ আর একটা কথা, ওড়িয়া ছবির প্রতিষ্টিত নায়িকাদের তালিকাতে এঁর নাম খুঁজেও পেলাম না… গুগল করলাম বেশ কয়েকবার… তাই তোমার এই পোস্ট টা ঠিক সমর্থন করতে পারলাম না… ” কেউ বলেছেন, “আর্থিক ও সামাজিক নিরাপত্তার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন হয়না। অর্থাৎ কারণ স্পষ্ট … নিখাদ লোভ, অপ-শিক্ষা ও অপ-সংস্কৃতি।” এও বলেছেন, “ও জেল থেকে ফিরে এলে ওকে নায়িকা বানিয়ে একটা ছবি করুন। আর সেলফি চাই মহরত এর আগের।” আরেকজন আরেকটু অতীত ঘেঁটে লিখেছেন, “Arpita Mukherjee, Indrani Mukherjee & Debjani Mukherjee – enader sobaike niye eksathe ekta ‘cinema’ banano hok – ‘Mukherjee Rohosso’ , enader sokoler jibon e rohosso o romanchey bhora , very interesting plot !” কেউ ব্যঙ্গ করে লেখেন, “আসলে পুরোটাই রানা সরকার আর কানা সরকারের লড়াই…
ওই আর কি”