BollywoodHoop Plus

Rani Mukherjee: এখন রাতে ঘুমোতে পারিনা: রানী মুখার্জী

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। প্রেক্ষাগৃহে আগামী 17 ই মার্চ মুক্তি পেতে চলেছে ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’। এই ফিল্মে দুই সন্তানের মা দেবিকার চরিত্রে ইতিমধ্যেই মন কেড়ে নিয়েছেন রানী মুখার্জী (Rani Mukherjee)। ফিল্মের টিজার সুপার ভাইরাল। তা সেলিব্রিটি থেকে সাধারণ মানুষের কাছে প্রশংসিত হচ্ছে। টলিউডের জন্য এই ফিল্ম যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’-তে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে বলিউডে ডেবিউ ঘটতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)-র। অসীমা ছিব্বর (Ashhima Chibber) পরিচালিত ফিল্ম ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ শুধুমাত্র নারীকেন্দ্রিক নয়, মাতৃত্বকেন্দ্রিক ফিল্ম। রানীও একজন মা। তাঁর কন্যাসন্তান আদিরা (Adira)-কে নিয়েই এই ফিল্মের শুটিংয়ে নরওয়ে যাত্রা করেছিলেন তিনি।

সাম্প্রতিক কালে ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’-র প্রোমোশনাল ইভেন্টে রানী জানালেন, অনেকের মতে, আদিরার জন্মের পর বদলে গিয়েছেন তিনি। তাঁদের মধ্যে রয়েছেন রানীর স্বামী আদিত্য চোপড়া (Aditya Chopra)-ও। রানীর মতে, মাতৃত্ব প্রত্যেক নারীকে বদলে দেয়। মাতৃত্বের প্রথম দিন থেকেই শরীরে পরিবর্তন আসার সাথে সাথেই মানসিক পরিবর্তন ঘটে। মাতৃত্ব নারীকে অনেক বেশি দায়িত্বশীল করে তোলে। একজন মা নিজের তুলনায় তাঁর সন্তানের জীবন নিয়ে বেশি সতর্ক থাকেন।

রানী জানান, আদিরার জন্মের আগে রাতে নিশ্চিন্তে ঘুমাতেন তিনি। কিন্তু মেয়ের জন্মের পর তাঁর রাতের ঘুম উধাও। কারণ তাঁর অবচেতন মনে চলতে থাকে একটাই চিন্তা, আদিরা ঠিক আছে তো! তাঁর মতে, মা হওয়ার পর প্রায় সব চিন্তাই থাকে সন্তানকে ঘিরে। সেই সময় সন্তানের খুশি হয়ে ওঠে প্রথম প্রায়োরিটি। আদিরাই তাঁর জীবনের সবচেয়ি বড় পাওনা বলে মনে করেন রানী।

প্রত্যেক মায়ের কাছেই তাঁর সন্তান সেরা। মাতৃত্বের লড়াইয়ের বার্তা নিয়ে খুব শীঘ্রই আসছেন রানী। মুক্তি পেতে চলেছে সত্য ঘটনা অবলম্বনে তৈরি ফিল্ম ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’।