whatsapp channel

Ranjit Mallick: নায়িকাদের কি চোখে দেখেন রঞ্জিত মল্লিক!

রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)-এর ইন্ডাস্ট্রিতে আগমনের সাথে সাথেই সবার অলক্ষ্যে শুরু হয়ে গিয়েছিল এক নতুন যুগ। তখনও সূর্যাস্ত হয়নি মহানায়ক এরার। উত্তম কুমার (Uttam Kumar) মানেই সেই সময় হাউসফুল প্রেক্ষাগৃহ।…

Avatar

Nilanjana Pande

Advertisements
Advertisements

রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)-এর ইন্ডাস্ট্রিতে আগমনের সাথে সাথেই সবার অলক্ষ্যে শুরু হয়ে গিয়েছিল এক নতুন যুগ। তখনও সূর্যাস্ত হয়নি মহানায়ক এরার। উত্তম কুমার (Uttam Kumar) মানেই সেই সময় হাউসফুল প্রেক্ষাগৃহ। মৃণাল সেন (Mrinal Sen) পরিচালিত ফিল্ম ‘ইন্টারভিউ’-এর মাধ্যমে নায়ক রূপে আত্মপ্রকাশ করলেন রঞ্জিতবাবু। নব্য যুগের নায়কদের মধ্যে তিনিই সেই সময় পেরেছিলেন একই সাথে মেনস্ট্রিম ও অন্য ধারার মুভিতে অনায়াসেই অভিনয় করতে। শুধুমাত্র মৃণালবাবু নয়, রঞ্জিতবাবু কাজ করেছেন সত্যজিৎ রায় (Satyajit Ray)-এর ‘শাখা-প্রশাখা’-য়। তবে পাশাপাশি মহানায়কের সাথে পাল্লা দিয়ে রঞ্জিতবাবু অভিনয় করেছেন ‘মৌচাক’-এর মতো কমেডি ফিল্মে।

Advertisements

‘স্বয়ংসিদ্ধা’-য় মানসিক প্রতিবন্ধীর চরিত্রেও তিনি ছিলেন অনবদ্য। এরপর এল প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। সেখানেও অনায়াস রঞ্জিতবাবু। মিঠু মুখার্জী (Mithu Mukherjee)-র সাথে রঞ্জিতবাবুর জুটি ছিল যথেষ্ট হিট। এমনকি এই জুটির অনস্ক্রিন রোম‍্যান্টিক রসায়ন মুগ্ধ করেছিল দর্শকদের। পাশাপাশি ‘ওগো বধূ সুন্দরী’-তে মৌসুমী চট্টোপাধ্যায় (Moushumi Chatterjee)-র বিপরীতেও যথেষ্ট সাবলীল অভিনয় করেছিলেন রঞ্জিতবাবু। তাঁর হাসির রোম‍্যান্টিকতা ঝড় তুলেছিল তৎকালীন মহিলা ভক্তকূলে। রঞ্জিতবাবুর বিপরীতে নায়িকাদের তালিকায় ছিল মহুয়া রায়চৌধুরী (Mohua Roychowdhury), সন্ধ্যা রায় (Sandhya Roy), মুনমুন সেন (Munmun Sen)-দের মতো তাবড় সুন্দরীরা।

Advertisements

তবু কোনো নায়িকার সাথে কোনোদিনই রঞ্জিতবাবুর সম্পর্কের গুঞ্জন ছড়ায়নি। তাঁর জীবনে একজনই স্থান পেয়েছেন। রঞ্জিতবাবুর হৃদয়ের সিংহাসনে বিগত বহু বছর ধরে আসীন তাঁর অর্ধাঙ্গিনী দীপা মল্লিক (Deepa Mallick)। প্রকৃতপক্ষে, রঞ্জিতবাবু চিরকালই মহিলাদের সম্মান দিয়েছেন। শ্রদ্ধার চোখে দেখেছেন। কারণ তাঁর বাড়িতেও রয়েছেন মাসিমা, জেঠিমাদের মতো বর্ষীয়ান মহিলা সদস্যরা। এই কারণেই নায়িকাদের সাথে পেশাদার সম্পর্কের বাইরে গিয়ে তৈরি হয়নি অন্য রসায়ন।

Advertisements

অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায় (Sumitra Mukherjee) তাঁকে ‘বন্ধু’ বলে ডাকতেন। নিজেকে নিয়ে কোনো গুজব না থাকার ঘটনা আজও পড়ন্ত বেলায় উপভোগ করেন রঞ্জিতবাবু। নায়িকাদের সাথে তাঁর বন্ধুত্ব ছিল। তবে নিজের টানা লক্ষ্মণরেখার বাইরে কোনোদিনই বেরোতে চাননি রঞ্জিতবাবু।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Tolly Time (@tolly_time)

whatsapp logo
Advertisements