Hoop News

মাধ‍্যমিক পাশেই স্বাস্থ‍্যকর্মীর চাকরি, লিখিত পরীক্ষা ছাড়া শুধু ইন্টারভিউ দিয়েই নিয়োগ

অনেকেরই স্বপ্ন থাকে সরকারি চাকরি (Government Job Recruitment) করার। কিন্তু বর্তমানে সরকারি চাকরির বেহাল দশার কথা সকলেই জানেন। সরকারি চাকরির পরীক্ষা নিয়ে একের পর এক দুর্নীতি লেগেই রয়েছে। তবে এবার চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটতে চলেছে, কারণ নতুন করে স্বাস্থ‍্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রাজ‍্যের মিশন অধিদাতা জাতীয় গ্রামীণ স্বাস্থ‍্য মিশনের তরফে নতুন করে সামাজিক স্বাস্থ‍্যকর্মী নিয়োগ করা হবে। নূন‍্যতম মাধ‍্যমিক পাশ করা থাকলেই এই চাকরির জন‍্য আবেদন করা যাবে। কারা আবেদনের যোগ‍্য, কীভাবে করবেন আবেদন রইল সমস্ত তথ‍্য।

পদের নাম

পশ্চিমবঙ্গের প্রায় ৪৮ টি পঞ্চায়েত এলাকায় নিয়োগ করা হতে চলেছে স্বাস্থ‍্যকর্মী পদে। সরকারি স্বাস্থ‍্য সেবা কর্মী পদে চাকরি করতে চাইলে আবেদন করা যাবে এখানে।

বয়স সীমা

এই পদে আবেদনের জন‍্য জেনারেল ক‍্যাটেগরির প্রার্থীদের বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ‍্যে। তবে তফসিলি জাতি সহ সংরক্ষিত শ্রেণির জন‍্য রয়েছে বয়সের ক্ষেত্রে ছাড়।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদনের জন‍্য ইচ্ছুক প্রার্থীকে নূন‍্যতম মাধ‍্যমিক পাশ করতেই হবে। এছাড়াও উচ্চ শিক্ষা থাকলেও আবেদন করা যাবে এখানে।

প্রয়োজনীয় নথিপত্র

ভোটার বা আধার কার্ডের কপি

শিক্ষাগত যোগ‍্যতার সব কপি এবং রেজাল্টের কপি

ঠিকানার প্রমাণপত্র

জাতিগত শংসাপত্র

মাধ‍্যমিকের অ‍্যাডমিট কার্ডের কপি

আবেদন পদ্ধতি

প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটির প্রিন্ট আউট বের করতে হবে

এরপর প্রয়োজনীয় তথ‍্য দিয়ে সঠিক ভাবে আবেদনপত্রটি পূরণ করে জরুরি নথিপত্র সহ মুখবন্ধ খামে ভরতে হবে।

উল্লেখ‍্য, এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র মাধ‍্যমিকের নম্বর এবং ইন্টারভিউ এর ভিত্তিতে নিয়োগ হবে।

Related Articles