Finance News

Bank Recruitment: পাঁচ হাজারেরও বেশি পদে নিয়োগ, ব্যাঙ্কে চাকরির জন্য আবেদন করুন এভাবে

ব্যাঙ্কে (Bank Recruitment) চাকরির স্বপ্ন দেখে থাকেন অনেকেই। উচ্চ শিক্ষিত যুবক যুবতীরা একটি যথাযথ চাকরির খোঁজে থাকেন সবসময়ই। এমতাবস্থায় ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি তাদের জন্য বড় সুখবর নিয়ে আসে। এবার ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন ফর রিজিওনাল রুরাল ব্যাঙ্কস ইন ইন্ডিয়ার তরফে এসেছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মোট কতগুলি শূন্য পদ রয়েছে, কোন কোন পদে নিয়োগ হতে চলেছে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতির মতো যাবতীয় তথ্য থাকছে এই প্রতিবেদনে।

পদের নাম এবং মোট শূন্য পদের সংখ্যা

মোট শূন্য পদের সংখ্যা ৫৩৪৬ টি। Officer Scale I এর ক্ষেত্রে শূন্যপদ ৪,৫০১ পি, Officer Scale II (General Banking Officer) এর ক্ষেত্রে শূন্যপদ ৫১৫ টি, Officer Scale II (IT 66), Officer Scale II (CA 40), Officer Scale II (Law 24), Officer Scale II (Treasury 12), Officer Scale II (Marketing 2), Officer Scale II (Agriculture 110), Officer Scale (III 76)

শিক্ষাগত যোগ্যতা

Officer Scale I এর ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীকে স্নাতক পাশ করতে হবে। অফিসার স্কেল ২ এবং ৩ এর ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক পাশ করতে হবে প্রার্থীদের। পাশাপাশি কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়স সীমা

আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি

প্রথমে www.ibps.in এর হোমপেজে IBPS for RRBs অপশনে ক্লিক করে তারপর যেতে হবে Apply for Officers (Scale I, II, III) অপশনে। তারপর রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন মূল্য দেওয়ার পর সাবমিট করতে হবে আবেদনপত্র।

আবেদন মূল্য

জেনারেল প্রার্থীদের জন্য আবেদন মূল্য লাগবে ৮৫০ টাকা। SC/ST/PwBD র জন্য আবেদন মূল্য লাগবে ১৭৫ টাকা।

Related Articles