Advertisements

একবার চার্জেই পাড়ি দেবে ৪৫ কিমি, বাজার কাঁপাতে আসছে মুকেশ আম্বানীর জিও ইলেকট্রিক সাইকেল

Nirajana Nag

Nirajana Nag

Follow
Advertisements

ভারতে ব্যবসা ক্রমে ফুলেফেঁপে উঠছে মুকেশ আম্বানীর। তাঁর রিলায়েন্স জিও বর্তমানে দেশের অন্যতম নামী টেলিকম সংস্থা। পাশাপাশি ইলেট্রনিক জিনিসপত্র, জামাকাপড় সহ নানান দিকে ব্যবসা ছড়িয়েছে রিলায়েন্স। এবার পরিবহন সেক্টরেও পা রাখল রিলায়েন্স জিও। খুব শীঘ্রই নিজস্ব ইলেকট্রিক সাইকেল (Jio Electric Cycle) লঞ্চ করতে চলেছে জিও।

বর্তমানে ইলেকট্রিক সাইকেল, স্কুটির চাহিদা ভালো ভাবেই লক্ষ্য করা যাচ্ছে বাজারে। যুগের সঙ্গে পাল্লা দিয়ে পেট্রো বা ডিজেল চালিত যানবাহনের পরিবর্তে ইলেকট্রিক চালিত যানবাহনের জনপ্রিয়তা বাড়ছে। বৈদ‍্যুতিক যানবাহনের একাধিক সুবিধা রয়েছে। একদিকে যেমন এগুলি পরিবেশের জন‍্য ভালো, তেমনি পেট্রোল, ডিজেলের বাড়তে থাকা খরচ থেকেও পাওয়া যায় রেহাই। তাই এবার মার্কেট ধরতে আসছে জিও ইলেকট্রিক সাইকেল। কী কী ফিচার্স থাকছে এই সাইকেলে? কতই বা দাম হতে পারে?

জিও ইলেকট্রিক সাইকেলের ফিচার্স

এই সাইকেলে থাকছে চারটি গিয়ার যুক্ত একটি মোটর, যেটি হবে ২৫০ ওয়াটের একটি BLDC মোটর।

থাকছে পাওয়ারফুল ব্যাটারি যা মোটরকে শক্তি দেবে।

মাত্র ৪-৫ ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে সাইকেলটি।

৩০-৩৫ কিমি বেগ তোলা যাবে এই সাইকেলে। সর্বোচ্চ গতিবেগ হবে ৫৫ কিমি প্রতি ঘন্টা।

জানা যাচ্ছে, একবার ফুল চার্জ দিলে ৪০-৪৫ কিমি রাস্তা পাড়ি দেওয়া যাবে এই সাইকেলে।

সাইকেলের সামনে এবং পিছনের দুই চাকাতেই থাকবে ডিস্ক ব্রেক সিস্টেম, অ্যালেন কি এর মতো ফিচার্স।

জিও ইলেকট্রিক সাইকেলের দাম

এখনও আনুষ্ঠানিক ভাবে দাম ঘোষণা না করা হলেও মনে করা হচ্ছে ৩০,০০০ টাকার মধ্যেই থাকতে পারে দাম। পাশাপাশি থাকছে ইএমআই এর অপশন। মাত্র ৭০০ টাকার ডাউন পেমেন্টেই কেনা যাবে এই ইলেকট্রিক জিও সাইকেল।

কোথায় পাওয়া যাবে এই সাইকেল

শোনা যাচ্ছে, প্রাথমিক ভাবে জিও স্টোরেই এই সাইকেলের অর্ডার দেওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও অর্ডার দেওয়া যাবে এই সাইকেল।

Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখা...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow