whatsapp channel

Rimjhim Mitra: পরনে লাল বেনারসি মাথাভর্তি সিঁদুর, গোপনে বিয়ে সেরে ফেললেন ‘কৃষ্ণকলি’ খ্যাত নায়িকা!

বাংলা টেলিভিশনের পর্দায় রিমঝিম মিত্র (Rimjhim Mitra) একটি অতি পরিচিত নাম। বিগত কয়েকবছর ধরে তিনি চুটিয়ে কাজ করেছেন বাংলা ধারাবাহিকে। তাকে দেখা গেছে একাধিক ছবিতেও। অভিনেত্রীকে শেষবার 'কৃষ্ণকলি' ধারাবাহিকে দেখা…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Advertisements
Advertisements

বাংলা টেলিভিশনের পর্দায় রিমঝিম মিত্র (Rimjhim Mitra) একটি অতি পরিচিত নাম। বিগত কয়েকবছর ধরে তিনি চুটিয়ে কাজ করেছেন বাংলা ধারাবাহিকে। তাকে দেখা গেছে একাধিক ছবিতেও। অভিনেত্রীকে শেষবার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। মাঝে ‘তিতলিতে’ও কাজ করেছেন। এছাড়াও রুপোলি পর্দায় তার কাজের মধ্যে উল্লেখযোগ্য হল – ‘ক্রস কানেকশন’, ‘পাগলু-২’, ‘যুগ যুগ জিও’, ‘জিও পাগলা’-র মতো সিনেমা। বর্তমানে ভারতীয় জনতা পার্টির একজন সদস্য। ভোটের প্রচারে সক্রিয়ভাবে অংশও নেন। তবে এসবের বাইরে তিনি এবার চর্চায় এক অন্য কারণে।

Advertisements

সকলের চোখের আড়ালে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী। আর শনিবার সাতসকালে সেই বিয়ের খবর দিলেন নিজেই। কনের সাজে ছবি দিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখলেন না কিছুই। শুধুমাত্র কয়েকটি হ্যাশট্যাগ। আর এই ছবি দেখেই হতবাক তার অনুরাগীরা। প্রথমজ কাউকে না জানিয়ে এভাবে আচমকা বিয়ে সেরে নিলেন অভিনেত্রী, এটা ভাবতেই পারছেন না অনেকে। আবার অনেকেই ভাবছেন যে এখন তো চৈত্রমাস, যা বাঙালির ক্যালেন্ডারে মলমাস নামে পরিচিত। এই মাসে বিয়ের মতো শুভ অনুষ্ঠান হয়না সাধারণত। তবে কিছুতেই কিছু পরিস্কার হয়নি।

Advertisements

শনিবার তিনি নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে এই ছবি পোস্ট করেন। ছবিতে তাকে এক্কেবারে বাঙালি কনের সাজেই দেখা গেছে। সিঁথি ভর্তি সিঁদুর রয়েছে তারজ যেমনটা সিঁদুর দানের পর হয়। এছাড়াও মাথায় রয়েছে সোলার মুকুট, কপালে টিকলি, চুলের নিচে লাল ওড়না। নাকে নথ পরেছেন অভিনেত্রী, গলায় সোনার গয়না, খোঁপায় আঁটা রজনীগন্ধা। মুখে ব্রাইডাল মেকআপ করায় আরো বেশি কনের মতো লাগছে তাকে। পোস্টের ক্যাপশনে কিছুই লেখা নেই। শুধুমাত্র সেখানে ‘ম্যারেড’ এবং ‘নিউ বিগিনিং’ভের দুটি হ্যাশট্যাগ রয়েছে, সঙ্গে একজোড়া হার্ট ইমোজি।

Advertisements

আর তাকে এই সাজে দেখেই হতবাক হলেন তার অনুরাগীরা। অনেকেই কমেন্ট করেছেন নিজের মতো করে। একজন লিখেছেন, ‘চৈত্র মাসে কে বিয়ে করে? হিন্দুদের তো হয় না।’ তার জবাবে অভিনেত্রী লিখলেন, ‘হয়’। আরেকজন কমেন্ট করেছেন, ‘যাই বলো না কেন, তোমার বিয়েতে মটন কষাটা অসাম ছিল। আজ আর ব্রেকফাস্ট করুম না।’ তৃতীয়জন লিখলেন, ‘সিরিয়ালের ছবি দিয়ে এপ্রিল ফুল করা হচ্ছে। বুঝতে পেরেছি হুমমমমমমমম।’

Advertisements

whatsapp logo
Advertisements
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা